সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে রাখা হয়নি চেতেশ্বর পূজারাকে ( Cheteshwar Pujara)। আর তাতেই বিস্মিত ভারতের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।
যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমারকে দলে নেওয়া হয়েছে। কিন্তু অভিজ্ঞ পূজারাকে বাদ দেওয়া হয়েছে। তাঁকে এই বার্তা দেওয়া হয়েছে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে ফিরতে হবে জাতীয় দলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের নামী দামি তারকারা ব্যর্থ হয়েছেন। কিন্তু কোপ পড়ল পূজারার উপরে। অন্যায়ভাবে পূজারাকে ক্যারিবিয়ান সফরের দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে গাভাসকর বলছেন, অন্যায়ভাবে পূজারাকে টার্গেট করা হয়েছে। বলির পাঁঠা করা হয়েছে তাঁকেই। গাভাসকর বলেছেন, ”সবার ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা কেন করা হল পূজারাকে? ভারতীয় ক্রিকেটের একজন অনুগত সেবক পূজারা। অত্যন্ত শান্ত এবং ধীর স্থির। কিন্তু একাধিক প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ অনুগামী পূজারার না থাকাতেই কি ওকে বাদ দেওয়া হল? এটা বোঝার অতীত।”
গাভাসকর বোঝাতে চাইলেন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনও প্ল্যাটফর্মে অনুগামীর সংখ্যা বেশি হলে কলরব বেশি হয়। প্রিয় খেলোয়াড়ের বাদ পড়ায় বা সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে অন্যায় হলে, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন। রোহিত-কোহলির মতো জনপ্রিয় নন পূজারা। ফলে তাঁকে বাদ দিলে ভক্তদের চিলচিৎকার কম হবে, এই কারণেই কি বাকিদের দোষ ঢাকতে পূজারাকেই ব্রাত্য করা হল?
দল গঠনের পরে সাংবাদিক বৈঠকও ডাকা হয়নি। ফলে নির্বাচকদের প্রশ্নের মুখেও পড়তে হয়নি।
গাভাসকর বলছেন, ”পূজারাকে বাদ দেওয়ার কারণ কী? বাকিরা যারা ব্যর্থ হয়েছে, তাদেরই বা দলের রাখার কারণ কী? আমি কারণ বলতে পারব না। কারণ দলগঠনের পরে নির্বাচকরা সাংবাদিক বৈঠক করেন না। তাঁদের প্রশ্নও করা হয় না।”
টেস্ট ফাইনালে পূজারার উপরে অনেক প্রত্যাশা ছিল। তিনি কাউন্টিতে খেলছিলেন। ফলে বিলেতের পরিবেশ পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিলেন পূজারা। কিন্তু ওভালে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তিনি অসহায় আত্মসমর্পণ করেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে পূজারা করেন মাত্র ১৪ এবং ২৭। গাভাসকর বলছেন, ”পূজারা কাউন্টি ক্রিকেট খেলেছে। লাল বল কী, সেটাও ওর ভালই জানা। এখনকার সময়ে প্লেয়াররা ৩৯ বা ৪০ বছর পর্যন্ত খেলতেই পারে। এর মধ্যে খারাপ কিছু নেই। ওরা সবাই খুব ফিট। যতক্ষণ পর্যন্ত রান করছো বা উইকেট তুলছো, ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে। এখানে পরিষ্কার, একজনকে বাদ দেওয়া হল, যদিও ব্যর্থ হয়েছে সবাই। আমার কাছে এটা ছিল ব্যাটিং বিপর্যয়। অজিঙ্কে রাহানে ছাড়া কেউই রান পাননি। তাহলে পূজারাকে কেন দলে নেওয়া হল না, তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচকদের।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.