Advertisement
Advertisement
Sunil Gavaskar Virat Kohli

‘ফের ভাগ্যের সাহায্য পাচ্ছে কোহলি’, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বিরাট সার্টিফিকেট গাভাসকরের

আইপিএলে দারুণ সফল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কতটা সফল হবেন কোহলি?

Sunil Gavaskar has said an interesting statement about Virat Kohli's form ahead of the World Test Championship final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 5, 2023 5:55 pm
  • Updated:June 5, 2023 5:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে ১২০৫ দিনের অপেক্ষার অবসান ঘটান বিরাট কোহলি (Virat Kohli)। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে গোলাপি বলের দিনরাতের টেস্ট ম্যাচের পর থেকে টেস্ট ফরম্যাটে আর সেঞ্চুরি পাচ্ছিলেন না কোহলি। পাঁচ দিনের ফরম্যাটে সেঞ্চুরির খরা কোহলি কাটান ১২০৫ দিন পরে। চতুর্থ টেস্টে সেঞ্চুরি হাঁকান কোহলি। তাঁর ২৯-তম সেঞ্চুরির জন্যই ভারত প্রয়োজনীয় লিড নিয়ে নেয় সেই টেস্টে।

৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। তার আগে কোহলি সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন ভারতের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাসকর। 

Advertisement

[আরও পড়ুন: কার পেস বিভাগ শক্তিশালী? এই ভারতীয় পেসার না থাকায় অজিদেরই এগিয়ে রাখছেন শাস্ত্রী]

 

কোহলির খারাপ সময়ের প্রসঙ্গ উত্থাপ্পন করে লিটল মাস্টার বলছেন, খারাপ সময়ে কোহলির সঙ্গে ভাগ্যও সঙ্গ দিচ্ছিল না। গাভাসকর বলছেন, ”প্রতিটি খেলোয়াড়ের জীবনেই খারাপ সময় আসে। একে ব্যাড প্যাচ বলে। কোহলির ব্যাড প্যাচের সময়ে ভাগ্যও ওর সঙ্গে ছিল না। এর পর কোহলি যখন রান পেতে শুরু করল, তখন ভাল করে দেখলে বোঝা যাবে ইনিংসের গোড়ার দিকে ও ভাগ্যের সাহায্য পাচ্ছে। ইনসাইড এজ স্টাম্পের পাশ দিয়ে চলে যাচ্ছে। উইকেটে বল লাগছে না। ক্যাচ পড়েছে, ফিল্ডারের থেকে দূরে পড়েছে ক্যাচ। ভাগ্যের ছোটখাটো সাহায্য পেতে চায় প্রতিটি প্লেয়ারই। খারাপ সময়ে এই ভাগ্যের সহায়তাই পাচ্ছিল না কোহলি।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোহলির ব্যাটের দিকে তাকিয়ে সবাই। আইপিএলে ভাল ছন্দে ছিলেন তিনি। পরপর দুটো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। আসন্ন মেগা ফাইনালের আগে কোহলি সম্পর্কে গাভাসকর বলছেন, ”ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছে কোহলি। রানের প্রতি খিদে রয়েছে, টেকনিক্যালি ভাল জায়গায় রয়েছে ও।” ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোহলির রান পাওয়ার যে প্রবল সম্ভাবনা রয়েছে, সেই ইঙ্গিতই দিয়ে গেলেন গাভাসকর। 

[আরও পড়ুন: কুস্তিগিরদের আন্দোলন থেকে নাম তুললেন সাক্ষী মালিক, যোগ দিলেন রেলের চাকরিতে]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement