লিটল মাস্টারের পরামর্শ রোহিতকে। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ। নতুন সিরিজের আগে রোহিত শর্মার (Rohit Sharma) জন্য পরামর্শ ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরের (Sunil Gavaskar)।
কী পরামর্শ দিলেন লিটল মাস্টার? চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ভারতের। সেই সিরিজের আগে রোহিতকে পরামর্শ দিয়ে গাভাসকর বলছেন, ঘরে বসে না থেকে প্র্যাকটিস ম্যাচ অন্তত খেলতে নেমো।
গাভাসকর বলছেন, ”অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ডিসেম্বরের শুরুতে। ফলে সিরিজ শুরুর আগে ভারতীয়রা যে সম পাবে, তাতে কমপক্ষে দুটি প্রথম শ্রেণির ম্যাচ তো পাওয়ারই কথা। সেঞ্চুরিয়ন টেস্টে হারের পরে রোহিতকে বলতে শুনেছি এই ধরনের ম্যাচগুলো খুব একটা ভালো নয়। কারণ আয়োজক দেশ দ্বিতীয় সারির দল নামায়। মন্থর পিচে খেলা দেওয়া হয়। মেনে নিচ্ছি এটাই সত্যি। তবুও বলব, ঘরে বসে থাকার চেয়ে এই ধরনের ম্যাচ খেলা অনেক ভালো। ব্যাটাররাই যে কেবল রান পাবে তা নয়, বোলাররাও নিজেদের ঝালাই করে নিতে পারবে।”
সেঞ্চুরিয়নে হারের পরে কেপটাউনে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। পরের বড় সিরিজ একবছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে। লিটল মাস্টার বলছেন, ”আগের দুটো সফরের মতো যদি অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে হয়, তাহলে এখন থেকেই পরিকল্পনা করা দরকার। এফটিপি অনুযায়ী, বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ, নিউজিল্যান্ডের বিরুদ্ধ তিনটি টেস্ট ম্যাচ খেলবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.