Advertisement
Advertisement

Breaking News

Sunil Gavaskar Ravi Ashwin

অশ্বিনের মতো বিস্ময়কর ভাবে বাদ দেওয়া হয়নি কাউকেই, ওভাল বিপর্যয়ের পর বলছেন সানি

অশ্বিন থাকলে ব্যাট হাতে রানও করতে পারতেন, মত গাভাসকরের।

Sunil Gavaskar has backed Ravichandran Ashwin to the hilt । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 13, 2023 10:41 am
  • Updated:June 13, 2023 10:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল বিপর্যয়ের পর কেটে গিয়েছে দু’ দিন। হারের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। বিতর্ক চলছেই। এর মধ্যেই ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) বাদ পড়া নিয়ে সরব হয়েছেন।

‘লিটল মাস্টার’ লিখেছেন, ”আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বরে থাকা বোলারকে মাঠের বাইরে রেখে খেলতে নেমেছিল ভারত। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে পাঁচ জন বাঁ হাতি ছিল। বাঁ হাতি ট্রেভিস হেড প্রথম ইনিংসে বড় সেঞ্চুরি করে। আরেক বাঁ হাতি অ্যালেক্স ক্যারি প্রথম ইনিংসে ৪৮ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে, মিচেল স্টার্কের সঙ্গে জুটিতে ৯৩ রান জোড়েন ক্যারি। সেই সময়ে মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে দ্রুত ফেলে দেবে ভারত।” বাঁ হাতির সংখ্যাধিক্য থাকলেও অশ্বিনকে রাখা হয়নি। 

Advertisement

[আরও পড়ুন: ক্যাপ্টেন্সি নিয়ে ‘বিরাট’ সিদ্ধান্তের জন্য তৈরি ছিল না বোর্ড, বিতর্কিত নেতৃত্ব-অধ্যায় নিয়ে মুখ খুললেন সৌরভ]

অশ্বিন দলে থাকলে কি ওভাল টেস্টের চিত্রনাট্যের পরিবর্তন হত? গাভাসকর লিখেছেন, ”অশ্বিন দলে থাকলে ব্যাট হাতেও অবদান রাখতে পারত। অশ্বিনের মতো কোনও ভারতীয় তারকাকে সাম্প্রতিককালে বিস্ময়কর সিদ্ধান্তের জন্য দল থেকে বাদ পড়তে হয়নি। একটা কথা বলুন, দলে যদি ক্রমতালিকায় এক নম্বরে থাকা কোনও ব্যাটসম্যান থাকত, তাহলে কি তাকে প্রথম একাদশে রাখা হত না? অতীতে ঘাসের পিচে রান পায়নি এই অজুহাতে বা শুকনো স্পিন বান্ধব পিচে রান করতে না পারার যুক্তিতে কি আইসিসি ক্রমতালিকায় একনম্বরে থাকা কোনও ব্যাটসম্যানকে প্রথম একাদশে রাখা হত না? নিষ্চয় তা করা হত না।”

এবার নিয়ে ষষ্ঠবার ইংল্যান্ডে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল অশ্বিনকে। এর আগে ২০২১ সালে পাঁচটি ম্যাচেই নেওয়া হয়নি তাঁকে। ইংল্যান্ডের মাটিতে অশ্বিন ভয়াবহ নন ঠিকই। তবে খুব খারাপও নয়। ৭টি টেস্টে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন অশ্বিন। এখানে শেষ বার ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন অশ্বিন। এবারও তাঁকে বাদ দিয়ে দল নামিয়েছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে হারের পরে অশ্বিনকে কেন খেলানো হল না, তা নিয়ে আলোচনা চলছেই।

[আরও পড়ুন: বেজিং বিমানবন্দরে মেসিকে আটক করল চিনা পুলিশ! কিন্তু কেন? দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement