Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

সানি লিওনির পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী, অভিনেত্রীর উত্তর নিমেষে ভাইরাল

দুর্দান্ত ছন্দে রয়েছেন সুনীল।

Sunil Chhetri is the favourite footballer of Sunny Leone । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 24, 2023 4:54 pm
  • Updated:June 24, 2023 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
ইনস্টাগ্রামে এই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রী সানি লিওনিকে (Sunny Leone)।

সানির সহজ সরল উত্তর, ”আমাদের সুনীল ছেত্রী কেমন।” অভিনেত্রী সহজে বুঝিয়ে দিলেন তাঁর পছন্দের ফুটবলার দেশের অধিনায়কই। আর্জেন্টাইন লিও মেসি বা পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন, সানির পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী। যিনি সানির মতো বহু মানুষের পছন্দের ফুটবলার।

Advertisement

[আরও পড়ুন: বোকা বোকা যুক্তি পাকিস্তানের! বিশ্বকাপে ভেন্যু বদলের দাবি নিয়ে পাকিস্তানকে তোপ অশ্বিনের]

 

সানি লিওনি খুবই জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন। সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) নিয়ে সানির ইনস্টা স্টোরি নিমেষেই ভাইরাল হয়ে যায়।

দুর্দান্ত সময় যাচ্ছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর। গোল করছেন নিয়ম করে। পাকিস্তানের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক করেছেন ভারত অধিনায়ক। সুনীল ছেত্রীর আন্তর্জাতিক গোলসংখ্যা হল ৯০। চতুর্থ স্থানে এখন তিনি। ভারত অধিনায়কের আগে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আলি দায়ি এবং লিও মেসি। ১৩৮টি আন্তর্জাতিক ম্যাচে সুনীল ৯০টি গোল করে ইতিমধ্যেই টপকে গিয়েছেন মালয়েশিয়ার মোখতার দাহারিকে। ১৪২টি ম্যাচে দাহারির গোলসংখ্যা ৮৯।

ভারতীয় ফুটবলের পতাকাবাহক সুনীল। একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন দেশের ফুটবলকে। ফুটবলের প্রতি দায়বদ্ধতা, স্কিল, নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জন্যই সানির খুব পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী। সানি লিওনির উত্তর শুনে অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কুর্নিশ না জানিয়ে পারেননি। এক ভক্ত লিখেছেন, সানি লিওনির এই উত্তর আমাদের হৃদয় জিতে নিয়েছে। সব সময়ে ভারতীয় ফুটবলারদের সাপোর্ট করেন।

[আরও পড়ুন: ‘একজন মানুষের কতজন ঘনিষ্ঠ বন্ধুর দরকার?’ অশ্বিনের ‘বন্ধু নয় সতীর্থ’ মন্তব্যের পালটা দিলেন শাস্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement