Advertisement
Advertisement

মোহনবাগান রত্নে সম্মানিত হতে চলেছেন ‘ঘরের ছেলে’ সুব্রত

এই মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলার হলেন...

Subrata Bhattacharya set to be awarded with Mohun Bagan Ratna
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2017 5:04 am
  • Updated:July 1, 2017 5:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মোহনবাগান রত্ন হচ্ছেন ‘ঘরের ছেলে’ সুব্রত ভট্টাচার্য। বাগানের ‘ঘরের ছেলে’ বলতে চারজন- শৈলেন মান্না, চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য ও সত্যজিৎ চট্টোপাধ্যায়কেই বোঝে ময়দান। তাঁদের মধ্যে শৈলেন মান্না ও চুনী গোস্বামীকে ইতিমধ্যে মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। বাকি ছিলেন সুব্রত ও সত্যজিৎ। এবার সেই সম্মান পেতে চলেছেন সুব্রত।

কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন পরে কেন? উত্তরে অর্থসচিব দেবাশিস দত্ত বলেন, “মোহনবাগান রত্ন প্রথম তুলে দেওয়া হয়েছিল শৈলেন মান্নার হাতে। তাহলে তো আমাদের প্রথম পুরস্কার দেওয়া উচিত ছিল ১৯১১ সালে শিল্ড বিজয়ী সদস্যদের মধ্যে কোনও একজনকে। মোহনবাগান বলতে আমরা চারজনকে বুঝি। তাঁদের মধ্যে সুব্রত ভট্টাচার্য শুধু ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন আমাদের কোচও। সুব্রত এবার মোহনবাগান রত্ন হলেন মানে এই নয় যে, তাঁর আগের প্রজন্মের কেউ এই রত্ন পাবেন না। কে কোন প্রজন্মের তা আমরা কখনও মাথায় রেখে এই পুরস্কার দিই না।” এই ঘোষণার পর মোহনবাগান দিবস নিঃসন্দেহে এবার সুব্রতর জন্য বাড়তি আকর্ষণ পেয়ে গেল।

Advertisement

[GST-র জের, বাড়তে চলেছে আইপিএলের টিকিটের দাম]

শুক্রবার ছিল কার্যনির্বাহী কমিটির সভা। সেই সভার শেষে যখন অঞ্জন মিত্র ময়দানের বাবলু দার নাম জানাচ্ছেন তখনই দেখা যায় সমর্থকরা উল্লাসে ফেটে পড়েছেন। রত্ন হওয়ার খবর সুব্রতকে জানান সচিব অঞ্জন মিত্র ও সহ-সচিব সৃঞ্জয় বোস। আপ্লুত সুব্রত বলেন, “মোহনবাগান একটা প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে ১৩০ বছরের ইতিহাস। সেখান থেকে সম্মানিত হলে দারুণ ভাল লাগে। সত্যি বলতে কী, অর্জুন হওয়ার পর যে খুশি হয়েছিলাম আজ সেই একই আনন্দ অনুভব করছি। যা ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়।” কথাবার্তায় ধরা পড়ছিল, নস্ট্যালজিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। “আমার মতো মোহনবাগানের হয়ে এত ট্রফি কেউ এনে দিতে পারেনি। সবুজ-মেরুন জার্সি পরে যে কোনও ট্রফি পেলে মনে হত জীবনের এক পরম প্রাপ্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি,” বলেন সুব্রত।

[স্বমহিমায় ধোনি, স্পিনারদের দাপটে বিরাট জয় ভারতের]

পাশাপাশি সভায় ঠিক হয়েছে এবারের করুণাশঙ্কর পুরস্কার পাবেন বলবন্ত সিং। অর্থাৎ এই মরশুমে মোহনবাগানের সেরা ফুটবলার হলেন বলবন্ত। সেরা ক্রিকেটার হয়েছেন দেবব্রত দাস। তাছাড়া ২৯ জুলাই অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে পর্বতারোহী শেখ সাহাবুদ্দিন, ক্রিকেটার ঝুলন গোস্বামী, অ্যাথলিট লিলি দাসকে। এদিন আলোচনা হয় সভাপতি টুটু বোসের পদত্যাগ পত্র নিয়েও। সচিব অঞ্জন মিত্র বলেন, “সভাপতির চিঠি আমি পেয়েছি। যা কথা বলার আমি সভাপতির সঙ্গে বলব। এর বেশি কিছু এখন বলতে চাই না।” আগামী ৫ আগস্ট ক্লাবের বার্ষিক সভা ডাকা হয়েছে। আই লিগের খেলা যাতে নিজেদের মাঠে করা যায় তার জন্য একটা কমিটিও এদিন গড়া হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement