Advertisement
Advertisement

গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে আক্রমণ, নিন্দায় সরব অশ্বিন

ক্ষমা চেয়েছেন অসমের মন্ত্রীও।

Stone pelted at Australian cricket team bus in Guwahati Seen by Subhamay
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2017 8:16 am
  • Updated:October 11, 2017 8:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠের যুদ্ধ গড়াল বাইরেও। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতকে হারানোর পর, ভারতীয় সমর্থকদের আক্রমণের মুখে পড়লেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। হোটেলে ফেরার পথে টিম বাসকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নিন্দায় সরব ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

[  মরণবাঁচন ম্যাচে মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে আর্জেন্টিনা ]

Advertisement

মঙ্গলবার ভারতের সামনে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের হাতছানি ছিল। কোহলিদের আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। বর্ষা ছাড়া আর কোনও কিছুকেই তেমন পাত্তা দেননি ভারতের ক্রিকেটাররা। কিন্তু গুয়াহাটির নবনির্মিত বর্ষাপাড়া স্টেডিয়ামেই স্বপ্নের নৌকাডুবি। ভারতকে আট উইকেটে হারিয়ে সমতা ফেরান স্মিথরা। কিন্তু মাঠের পরাজয়ের জের গড়াল মাঠের বাইরেও।অভিযোগ, স্টেডিয়াম থেকে যখন হোটেলে ফিরছিলেন ক্রিকেটাররা তখন টিম বাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বাসের জানলার ভাঙা কাচ সমেত ছবিও পোস্ট করেছেন অস্ট্রেলিয় ক্রিকেটার অ্যারন ফিঞ্চ। আয়োজক দেশ হিসেবে এ ঘটনা যে ভারতের কাছে লজ্জার, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি, অস্ট্রেলিয়া টিমের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

পুরো ঘটনায় অসমের হয়ে ক্ষমা চেয়েছেন মন্ত্রী তথা দেশের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিমন্ত বিশ্বশর্মা। জানিয়েছেন, অসমের মানুষ এ ধরনের ঘটনা বরদাস্ত করে না। প্রতিবাদে সরব হয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। এই ঘটনা অস্ট্রেলিয়ার সামনে ভারতের ভাবমূর্তিকে খারাপ করল এমনটাই জানিয়েছেন তিনি। অতিথির মর্যাদা রক্ষার্থে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement