সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্টিভেন জেরার্ড (Steven Gerrard) কোচ। আর স্পোর্টিং ডিরেক্টর এলকো শ্যাটরি (Eelco Schattorie)। সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাক ঘোষণা করেছে তাদের নতুন কোচ এবং নতুন স্পোর্টিং ডিরেক্টরের নাম।
এলকো শ্যাটরি কলকাতার বহু চেনা। থুড়ি, বলা ভাল ভারতীয় ফুটবলকে হাতের তালুর মতো চেনেন এই ডাচ কোচ।
সেই এলকো শ্যাটরির নতুন ঠিকানা সৌদি আরবের ক্লাব আল এত্তিফাক।
ইউনাইটেড স্পোর্টস ক্লাবের কোচ হিসেবে ভারতীয় ফুটবলে তাঁর আত্মপ্রকাশ। ইস্টবেঙ্গলেরও কোচ ছিলেন এলকো। পরবর্তী কালে আইএসএলের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড ও কেরল ব্লাস্টার্স-এর কোচ ছিলেন শ্যাটরি। অতীতে আল এত্তিফাকের কোচ হিসেবেও কাজ করেছিলেন। এবার সরাসরি স্পোর্টিং ডিরেক্টর।
এদিকে গতবছরের অক্টোবরে অ্যাস্টন ভিলা ছাড়ার পর থেকে ক্লাব ছিল না জেরার্ডের। এর মধ্যে একাধিক ক্লাবের কোচ হিসেবে তাঁর নাম ছড়িয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও ক্লাবে দেখা যায়নি তাঁকে।
গত মাসে সৌদি আরবে গিয়েছিলেন জেরার্ড। তার পর থেকেই খবর ছড়ায় আল ইত্তিফাকের কোচ হতে পারেন জেরার্ড। দিনকয়েক পরে শোনা গিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল এত্তিফাকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জেরার্ড। অবশেষে আল এত্তিফাক ঘোষণা করল জেরার্ড তাদের নতুন কোচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.