Advertisement
Advertisement

Breaking News

Steve Smith Jonny Bairstow

স্মিথ আউট হতেই স্লেজিং বেয়ারস্টোর, মেজাজ হারালেন অজি তারকা, রইল ভিডিও

ব্যাট হাতে ব্যর্থ হন স্মিথ।

Steve Smith loses cool after Jonny Bairstow gives him send-off । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 8, 2023 10:46 am
  • Updated:July 8, 2023 10:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেডিংলিতে চলছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টে লেগে গেল স্মিথ ও বেয়ারস্টোর মধ্যে।

মইন আলির বলে স্টিভ স্মিথ আউট হওয়ার পরেই স্লেজিং করে বসেন বেয়ারস্টো। ইংল্যান্ডের উইকেট কিপারের উদ্দেশে কিছু বলতে শোনা যায় স্মিথকেও। তার পরে দেখা যায় স্মিথ প্যাভিলিয়নের উদ্দেশে হাঁটা লাগাচ্ছেন।

Advertisement

[আরও পড়ুন: মস্তিষ্কে রক্তক্ষরণ ফান ডর সরের, গুরুতর অসুস্থ হয়ে ভরতি আইসিইউতে]

 

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৮ তম ওভারের ঘটনা। স্মিথ রান করতে পারছিলেন না। মইন আলির বল স্টেপ আপ করে মারতে গিয়েছিলেন স্মিথ। মিড উইকেটের উপর দিয়ে বল মারতে গিয়েছিলেন তিনি। কিন্তু টাইমিং ঠিক মতো না হওয়ায় মিড উইকেটে স্মিথ ধরা পড়েন বেন ডাকেটের হাতে। স্মিথ ফেরেন মাত্র ২ রানে। অজি তারকা আউট হতেই বেয়ারস্টো স্লেজিং করে বসেন, ”আবার দেখা হবে স্মিথ।” যা শোনার পরে মেজাজ হারান স্মিথ।

প্যাভিলিয়নের পথে যাওয়ার সময়ে পিছন ফিরে তাকিয়ে বেয়ারস্টোকে পালটা জিজ্ঞাসা করেন স্মিথ, ”হোয়াট ওয়াজ দ্যাট মেট, হেই!”
আউট হওয়ার পরে নিজের উপরেই রেগে যান স্মিথ। সেই সময়ে বেয়ারস্টোর স্লেজিং ভাল ভাবে নেননি অজি তারকা। ইংল্যান্ডের উইকেট কিপারকে পালটা জিজ্ঞাসা করেন স্মিথ। বেয়ারস্টো উত্তরে বলেন, ”আমি তোমাকে বললাম চিয়ার্স। আবার দেখা হবে।” বেয়ারস্টোর উত্তর শুনে স্মিথ আর দাঁড়াননি মাঠে। হাঁটতে শুরু করেন ড্রেসিং রুমের দিকে। বেয়ারস্টো ও স্মিথের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

এবার অ্যাশেজে কম বিতর্ক হচ্ছে না। দ্বিতীয় টেস্টে বেয়ারস্টোর রান আউট নিয়ে উত্তপ্ত হয়েছিল ক্রিকেটমহল। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক পর্যন্ত মুখ খোলেন বেয়ারস্টোর রান আউট নিয়ে। এবার তৃতীয় টেস্টেও লেগে গেল সেই বেয়ারস্টোর সঙ্গে। স্মিথ-বেয়ারস্টোকে নিয়ে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ব্যাট ছেড়ে র‌্যাকেট হাতে উইম্বলডনে ধোনি-জাদেজা, ব্যাপারটা কী?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement