সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পর এবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্গেও যুক্তি হল কিং খানের নাম। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি গ্লোবাল লিগে ফ্র্যাঞ্চাইজি কিনে ফেললেন বলিউড বাদশা।
ক্রিকেটের দারুণ ভক্ত শাহরুখ খান। নিজের ব্যস্ত শিডিউল থেকে ক্রিকেটের জন্য ঠিক সময় বের করে নেন তিনি। শুধু নিজের দল কলকাতা নাইট রাইডার্স বা ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক হিসেবেই নয়, ক্রিকেট তাঁর এমনিও পছন্দের খেলা। আর তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে ওভালেও পৌঁছে যান তিনি। সেই শাহরুখ এবার তিন নম্বর ফ্র্যাঞ্চাইজির মালিক হয়ে গেলেন। টি-টোয়েন্টি লিগে কেপ টাউনের দল কিনেছেন তিনি। যে দলের মার্কি তারকা জেপি ডুমিনি। তবে দলের মালিকানা পেতে অনেক কাঠখড় গোড়াতে হয়েছে কিং খানকে। সিএসএ প্রেসিডেন্ট ক্রিস নেনজানি জানান, দল কেনার জন্য সারা দুনিয়া থেকে ১৫০-রও বেশি প্রস্তাব জমা পড়েছিল। গোটা বিশ্ব থেকে এমন সাড়া পাওয়ায় আমরা আপ্লুত। তার মধ্যে থেকে বাছাই করে একটি তালিকা তৈরি করা হয়। ব্যক্তি ও কোম্পানির ক্রিকেটের প্রতি আগ্রহ ও প্যাশনের উপর ভিত্তি করেই মালিক বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আটটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন শাহরুখ।” প্রথমবার আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি গ্লোবাল লিগকে সফল করে তুলতে সেরাদেরই বেছে নেওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট।
বলি অভিনেতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা গ্লোবাল লিগে দল কিনেছে আইপিএল-এর আরও এক মালিক জিএমআর। দিল্লি ডেয়ারডেভিলসের মালিক এই কোম্পানি। জহনেসবার্গ শহরের সেই দলের মার্কি তারকা তরুণ প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। চলতি বছর ১৯ আগস্ট ৪০০ জন ক্রিকেটারদের ড্রাফ্ট হবে। আইপিএল-এর মতোই সাফল্য পাবে গ্লোবাল লিগের প্রথম মরশুম, আশা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.