Advertisement
Advertisement

Breaking News

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে মিতালিকে চান শাহরুখ, কী জানালেন ক্যাপ্টেন?

মিতালিতে মুগ্ধ কিং খান।

SRK backs Mithali Raj’s bid to coach Team India

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 3, 2018 3:08 pm
  • Updated:January 3, 2018 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে মিতালি রাজের নেতৃত্ব মুগ্ধ করেছে দেশবাসীকে। ব্যতিক্রমী নন শাহরুখ খানও। আর তাই শুধু অধিনায়ক হিসেবেই নয়, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবেও মিতালিকে দেখতে চান বলিউড বাদশা। তাঁর ইচ্ছা, মিতালির ঠান্ডা মাথা, ধৈর্য, ইচ্ছাশক্তি ছড়িয়ে পড়ুক টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমেও।

[বিমান বিভ্রাটে যুবভারতীতে অনিশ্চিত এটিকে বনাম গোয়ার ম্যাচ]

মিতালির পারফরম্যান্স সচরাচর মিস করেন না কিং খান। ভারতীয় প্রমীলাবাহিনীর ক্যাপ্টেন ব্যাট হাতে নামলেই টিভির সামনে বসে পড়েন তিনি। সেই মিতালিই কিং খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘টেড টকস ইন্ডিয়া: নয়ি সোচ’-এ হাজির হয়েছিলেন। আর সেখানে তাঁকে নিজের ইচ্ছা জানাতে এতটুকু দেরি করেননি শাহরুখ। বলেন, “আমি একদিন তোমাকে ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখতে চাই।” অর্থাৎ অনিল কুম্বলে, রবি শাস্ত্রীদের সঙ্গে মিতালিকেও একই আসনে বসালেন তিনি। চটপট জবাব দেন মিতালিও। বলেন, “আমি সবসময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।” তাঁর নেতৃত্বেই দুবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে মহিলা ক্রিকেট দল। গত বছর দলের পারফরম্যান্স মন কেড়েছিল ক্রিকেটভক্তদের। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলে শেষরক্ষা না হলেও ঝুলন-মিতালিরা মহিলা ক্রিকেটকে অন্যমাত্রায় পৌঁছে দিতে সফল হয়েছিলেন। পাশাপাশি বিশ্বকাপে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন মিতালি। দেশে ফিরে তাঁদের বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল।

Advertisement

[সঞ্জয় জমানার অবসানে মোহনবাগানের দায়িত্বে শঙ্করলালই]

মহিলাদের নতুন পথ দেখাতে, খেলায় উৎসাহী করতে বড় ভূমিকা পালন করেছিল গোটা দল। আর সেই কারণেই মিতালি রাজকে আমন্ত্রণ জানানো হয়েছিল টেড টকস-এ। সেখানে শাহরুখ জানতে চান, ম্যাচ চলাকালীনও মিতালিকে বই পড়তে দেখা যায় কেন? তাতে অধিনায়িকা বলেন, মাথা ঠান্ডা রাখতে ও দলকে নতুন এনার্জিতে উদ্বুদ্ধ করতেই ম্যাচের ফাঁকে বই পড়েন তিনি। এতে অন্য দিকে মনোযোগ কম যায়। অনেকে মিতালির ধীর-স্থির স্বভাবকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও তুলনা করেছিলেন। এবার শাহরুখ আরেক ধাপ এগিয়ে তাঁকে কোচ হিসেবে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement