সানরাইজার্স হায়দরাবাদ: ২৬৬/৭ (ট্রেভিস হেড ৮৯, অভিষেক শর্মা ৪৬, শাহবাজ আহমেদ অপরাজিত ৫৯)
দিল্লি ক্যাপিটালস : ১৯৯/৮ (জ্যাক ফ্রেজার ৬৫, অভিষেক পোড়েল ৪২, ঋষভ পন্থ ৪৪)
৬৭ রানে জয়ী সানরাইজার্স হায়দরাবাদ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেভিস-ঝড়ে রানের পাহাড় চড়ে বসল হায়দরাবাদ (SRH)। যা ডিঙোতে পারল না ঋষভ পন্থের দিল্লি (DC)। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৭ রানে জয়ী হল নিজামের শহরের দল। এদিন প্রথম ছয় ওভারে আগুনে ব্যাটিংয়ের দৌলতে স্কোরবোর্ডে বিনা উইকেটে ১২৫ রান তুলে ফেলে হায়দরাবাদ। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অন্যদিকে ঘরের মাঠে প্রথম বার খেলতে নেমে অভিষেক শর্মা, শাহবাজ আহমেদ এবং ট্রেভিস হেডের ব্যাটিং-দাপটে মন্দ দিন দেখল দিল্লি। পালটা লড়াই চালান জ্যাক ফ্রেজার, অভিষেক পোড়েল এবং অধিনায়ক ঋষভ পন্থ। যদিও ১৯.১ ওভারে ১৯৯ রানে সব উইকেট খুইয়ে হারল তারা।
টসে জিতে হায়দরাবাদকে আগে ব্যাট করতে দেওয়ার সিদ্ধান্তে বড় ভুল হয়ে গেল পন্থের। শুরু থেকেই চালিয়ে খেলেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা।বিদ্যুত গতিতে রান উঠতে থাকে। মাত্র ৬.২ ওভারে প্রথম উইকেট পড়ে ১৩১ রানের মাথায়। প্রথম ওভারেই খলিল আহমেদ দেন ১৯ রান। দ্বিতীয় ওভারে স্পিনারকে এনে চমক দেখাতে চেয়েছিলেন পন্থ। তাতে কাজ হয়নি। প্রথম ওভারেই ২১ রান দেন ললিত যাদব। পঞ্চম ওভারে দলের অন্যতম সেরা অস্ত্র কুলদীপ যাদবকে এনেও রানের গতি আটকানো যায়নি।হেড-অভিষেকর সামনে সব অঙ্কই ভুল প্রমাণিত হচ্ছিল শনিবার। এর ফলেই ২০ ওভারে ৭ উইকটে খুইয়ে ২৬৬ রান তুলে ফেলে কামিনসের টিম। হেড করেন ৮৯, অভিষেক ৪৬। সঙ্গে অপরাজিত ৫৯ রানের দুরন্ত অবদান শাহবাজ আহমেদের।
ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ালেও রান উঠছিল দিল্লির ইনিংসেও। ৫ বলে ১৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন পৃথ্বী শ। ভূবনেশ্বর কুমারে বলে ১ রান করে ফিরে যান ডেভিড ওয়ার্নার।কিন্তু জ্যাক ফ্রেজার (৬৫) এবং অভিষেক পোড়েল (৪২) পালটা আক্রমণ শানান। পরের দিকে হাল ধরেন ঋষভ পন্থ। এদিন ৩৫ বলে ৪৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন দিল্লির তরুণ অধিনায়ক। অন্যদিকে আরেকটু হলেই আইপিএলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড করে ফেলেছিলেন ফ্রেজার। ১৮ বলে ৬৫ করেন তিনি। ১৫ বলে করেন ৫০ রান। ১৩ বলে ৫০ এই টুর্নামেন্টে দ্রুততম। এর পরেও অবশ্য হায়দরাবাদের রানের পাহাড় (২৬৬) ডিঙোনো সম্ভব হল না। ফলে ৬৭ রানে জয়ী হল এস আর এইচ। তারা উঠে এল পয়েন্ট টেবিলের দুই নম্বরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.