Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে চমকে দিলেন শ্রীসন্থ

ক্রিকেটের মাঠে যে শ্রীসন্থকে দেখতে দর্শকরা অভ্যস্ত ছিলেন, এই শ্রীসন্থ তার চেয়ে অনেকটাই আলাদা৷

Sreesanth shows his six-pack abs ahead of acting debut
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 7:08 pm
  • Updated:October 16, 2016 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট এখন তাঁর কাছে অতীত৷ রিয়েল লাইফের বাইশ গজ ভুলে তিনি মন দিয়েছেন রিল লাইফে৷ দর্শকদের সামনে নিজেকে নতুন করে তুলে ধরতে দারুণ পরিশ্রমও করেছেন৷ যার প্রমাণ হল তাঁর সিক্স-প্যাক অ্যাবস৷ আর এই নয়া অবতারেই ‘Team 5’ ছবিতে অভিনয় জগতে অভিষেক করতে চলেছেন মাচো শ্রীসন্থ৷

২০১৩ আইপিএল-এ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত করা হয়েছিল ভারতীয় পেসারকে৷ গত বছর আদালত তাঁকে মুক্তি দিলেও নির্বাসন ওঠেনি৷ তারপরই ক্রিকেট থেকে মোড় ঘুরিয়ে রাজনীতিতে মন দিয়েছিলেন শ্রীসন্থ৷ এবার পা রাখলেন রুপোলি দুনিয়ায়৷ ক্রিকেটের মাঠে যে শ্রীসন্থকে দেখতে দর্শকরা অভ্যস্ত ছিলেন, এই শ্রীসন্থ তার চেয়ে অনেকটাই আলাদা৷ কসরত করে অ্যাবস বানিয়ে রীতিমতো সলমন খান, হৃতিক রোশনদের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য৷

Advertisement

টুইটারে নিজের সিক্স-প্যাক অ্যাবসের ছবি পোস্ট করে শ্রীসন্থ লেখেন, “নিজেকে ফিট করে দারুণ একটা শরীর বানানোই নিজেকে দেওয়া সেরা উপহার৷” মালয়ালি ছবি ‘Team 5’-এ শুধু নাচই নয়, বিভিন্ন স্টান্টও নিজেই করেছেন তিনি৷ ছবিটি তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে৷ এবার দেখার, নায়ক হিসেবে তিনি দর্শকদের মন জয় করতে পারেন কি না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement