Advertisement
Advertisement

Breaking News

জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে উঠল নিষেধাজ্ঞা

ওলিম্পিক সংস্থার সভাপতি এন রামচন্দ্রন স্বীকার করেছেন, এই নিয়ে বিতর্ক হওয়ায় সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে৷

Sports Ministry lifts ban on Indian Olympic Association
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 9:55 pm
  • Updated:January 13, 2017 9:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সমস্যার জট কাটল৷ শুক্রবার জাতীয় অলিম্পিক সংস্থার উপর থেকে সাসপেনশন তুলে নিল ক্রীড়ামন্ত্রক৷

দুর্নীতির দায়ে অভিযুক্ত দুই প্রাক্তন কর্তা সুরেশ কালমাদি এবং অভয় চৌটালাকে আজীবন সভাপতি পদ দিয়ে বিতর্ক ডেকে এনেছিল আইওএ৷ এরপরই সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ক্রীড়ান্ত্রক৷ ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল জানিয়ে দিয়েছিলেন, কালমাদি এবং চৌটালাকে সরকারিভাবে সংস্থা থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত জাতীয় ওলিম্পিক সংস্থাকে (আইওএ) সাসপেন্ড করা হল৷ চাপে পড়ে দু’জনেরই নাম বাদ দিতে বাধ্য হয় আইওএ৷ এর জেরে অবশেষে শুক্রবার থেকে ক্রীড়ামন্ত্রকের নিষেধাজ্ঞা উঠে গেল আইওএর উপর থেকে৷

Advertisement

ওলিম্পিক সংস্থার সভাপতি এন রামচন্দ্রন স্বীকার করেছেন, এই নিয়ে বিতর্ক হওয়ায় সংস্থার ভাবমূর্তি নষ্ট হয়েছে৷ সেই কারণেই তাঁদের আজীবন সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

(ডাফির জোড়া গোলে লাজং বধ বাগানের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement