Advertisement
Advertisement

প্লে-অফে পৌঁছল কেকেআর, উচ্ছ্বাস শাহরুখের

কলকাতা নাইট রাইডার্স- ১৭১/ ৬(২০)আরও পড়ুন:‘আমার পরিবার’, ডিভোর্স জল্পনার মধ্যেই চাহালের সঙ্গে ক্রিসমাস লাঞ্চে সুন্দরীঅজি সফরে ব্যর্থতার পরই বৃন্দাবনে বিরাট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাগ্য ফিরবে ‘দেশসেবক’ কোহলির? Advertisement সান রাইজার্স হায়দরাবাদ-১৪৯/৮(২০) Advertisement কেকেআর জয়ী ২২ রানেআরও পড়ুন:প্রথম একাদশে জায়গা টলমল! তবু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সিরিজ থেকে ‘ছুটি’ রাহুলেরথাপা ছিটকে গেলেও ডার্বিতে প্রত্যাবর্তন স্টুয়ার্টের, সতর্ক মোলিনা জোর […]

Spinners, Yusuf lead Knight Riders into playoffs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2016 9:32 pm
  • Updated:July 11, 2018 2:09 pm  

কলকাতা নাইট রাইডার্স- ১৭১/ ৬(২০)

সান রাইজার্স হায়দরাবাদ-১৪৯/৮(২০)

Advertisement

কেকেআর জয়ী ২২ রানে

ম্যান অফ দ্য ম্যাচ-ইউসুফ পাঠান  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ইউসুউ পাঠানের ব্যাটে ঝড়৷ সুনীল নারিনের বিষাক্ত স্পিন৷ আর এ দু’য়ের দৌলতেই প্লে-অফে পৌঁছনোর রাস্তা খুলল কেকেআর নাইট রাইডার্সের সামনে৷ সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে প্লে-অফে পৌঁছল গৌতম গম্ভীরের দল৷

পয়েন্টের হিসেবে ঠিকঠাক জায়গায় থাকলেও এদিনের ম্যাচের উপরই সবকিছু নির্ভর করছিল৷নিজেদের ঘরের মাঠে ম্যাচ পকেটে পুরতে মরিয়া ছিল নাইটরা৷ ঠিক দিনেই জ্বলে উঠলেন ইউসুফ পাঠান, মণীশ পান্ডেরা৷ ভুবনেশ্বর কুমারের বলে ৪৮ রানে আউট হন মণীশ৷ কিন্তু হাল ছাড়েননি ইউসুফ৷ এর আগেও ইডেন এরকমই সংকটের দিনে তাঁর ব্যাটে রানের ফোয়ারা দেখেছে৷ এদিনও তাই হল৷ তার চওড়া ব্যাটে ভর করেই সানরাইজার্সের সামনে ১৭২ রানের লক্ষ্যমাত্রা দেয় নাইটরা৷ ইউসুফের ৩৪ বলে ৫২ রানের ইনিংস যেন নাইটদের মনোবলকে চাঙ্গা করে তুলেছিল৷ বোলিংয়েও তাই হায়দরাবাদকে ম্যাচে ফিরতে দিলেন না নাইট বোলাররা৷ সুনীল নারিনের হাত থেকে এল বিষাক্ত স্পিনের স্পেল৷ ৪ ওভারে ২৬ রান নিয়ে তিন তিনটে উইকেট তুলে নিয়ে হায়দরাবাদের ব্যাটিং লাইনে ধস নামিয়ে দেন নারিন৷ তাঁকে যোগ্য সঙ্গত করেন তরুণ কুলদীপ যাদব৷ পীযূষ চাওলার পরিবর্তে খেলতে নেমে এদিন ২৮ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন তিনি৷

গোটা টিমের পারফর্ম্যান্সই এদিন নাইটদের প্লে-অফে পৌঁছে দেয়৷ সেইসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের এবারের আইপিএল যাত্রাও শেষ হল এই জয়ে৷ এদিন ম্যাচের সেরা নির্বাচিত হলেন ইউসুফ পাঠান৷ ঠিকঠাক দিনে জয়ের স্বাদ পেয়ে বেজায় খুশি নাইট-মালিক শাহরুখ খান৷ টুইট করে তিনি সকলকে অভিনন্দন জানালেন৷

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement