Advertisement
Advertisement

Breaking News

Spain

বিশ্বজয়ের পরই মহিলা তারকাকে চুমু স্প্যানিশ ফেডারেশন প্রেসিডেন্টের, তুঙ্গে বিতর্ক

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং তারকা ফুটবলারের চুম্বন দৃশ্য ভাইরাল।

Spanish Federation president kissed woman footballer after World Cup win । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 21, 2023 3:05 pm
  • Updated:August 21, 2023 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন (Spain)। আর বিতর্কে জড়ালেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস (Luis Rubiales)। বিশ্বজয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্পেনের মিডফিল্ডার জেনি হারমোসোর (Jenni Hermoso) ঠোঁটে চুম্বন করেন। উল্লেখ্য, ফাইনালে স্পেন ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। 

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং স্পেনের ফুটবলারের এমন চুম্বন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মুহূর্তে। জেনি হারমোসোকে বলতে শোনা গিয়েছিল, ”আমি মোটেও পছন্দ করিনি” ইনস্টাগ্রাম লাইভ স্ট্রিমে বলার সময় হাসছিলেন জেন হারমোসো।

Advertisement

[আরও পড়ুন: এশিয়া কাপে কামব্যাক করলেন রাহুল-শ্রেয়স, সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]

 

স্প্যানিশ ফেডারেশনের মুখপাত্র বলেন, ”এটা স্বতঃস্ফূর্ত উদযাপন ছিল। দু’ জনেই খুব ভাল বন্ধু।”
হারমোসো তাঁর ও রুবিয়ালেসের মধ্যে দারুণ সম্পর্কের কথা পরে স্বীকার করেন। বলেন, ”আমাদের সঙ্গে ওঁর সম্পর্ক দারুণ। ওটা পুরোপুরি স্নেহ ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ছিল।” 

 

মেক্সিকোর ক্লাব পাচুকার হয়ে খেলেন হারমোসো। ফাইনালে পেনাল্টি নষ্ট করেন তিনি। খেলার শেষে দলের পারফরম্যান্স নিয়ে বলার সময়ে আবেগতাড়িত হারমোসোকে কাঁদতে দেখা যায়।

[আরও পড়ুন: কোন বিশেষ রেকর্ড গড়লেন অর্শদীপ সিং? জানতে পড়ুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement