সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুমু-কাণ্ডের জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদ খোয়াতে হবে লুইস রুবিয়ালেসকে (Luis Rubiales)। মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন (Spain)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুবিয়ালেস স্প্যানিশ মহিলা ফুটবলার জেনি হারমোসোকে চুম্বন করে বসেন। তখনও রুবিয়ালেস বুঝতে পারেননি এর জল গড়াতে পারে বহুদূর। রুবিয়ালেসের বিরুদ্ধে ফিফা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
পুরস্কার বিতরণী মঞ্চে জেনি হারমোসোকে চুম্বন করার পর থেকেই স্পেন জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। প্রবল সমালোচিত হন লুইস রুবিয়ালেস। কৃতকর্মের জন্য সমালোচিতও হন তিনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন যুদ্ধকালীন তৎপরতায় একটি মিটিং আহ্বান করেছে। সেখানে প্রেসিডেন্টের আচরণ নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। খবরের ভিতরের খবর বলছে, ২৪ ঘণ্টার মধ্যেই রুবিয়ালেস পদত্যাগ করবেন। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ স্বয়ং ক্ষেপেছেন রুবিয়ালেসের উপরে। এই বিতর্কে আসরে নেমেছেন স্পেনের প্রধানমন্ত্রী। ফলে বিষয়টার গুরুত্ব বেড়ে গিয়েছে বহুগুণে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘটনার অব্যবহিত পরে ‘রেডিও মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে রুবিয়ালেস বলেছিলেন, ”জেনিকে চুমু? মূর্খ লোকের তো অভাব নেই। ওদের কথা শোনার মতো সময় আমার নেই।” পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে নেন রুবিয়ালেস। সেই রুবিয়ালেস এখন তাঁর প্রেসিডেন্ট পদ হারাতে চলেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.