Advertisement
Advertisement
Mohun Bagan Hector Yuste

ম্যাকহিউয়ের বিকল্প মোহনবাগানে, আসছেন রোনাল্ডোকে চ্যালেঞ্জ জানানো ডিফেন্ডার

হেক্টরের খেলা দেখে উচ্ছ্বসিত সবুজ-মেরুন কোচ হুয়ান ফেরান্দো।

Spanish defender Hector Yuste is in Mohun Bagan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 3, 2023 4:44 pm
  • Updated:August 3, 2023 4:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোপা লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে দুটি ম্যাচেই দুর্দান্ত খেলেছিলেন। ছুঁড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জ। লা লিগায় তিনি পরিচিত মুখ। কোচ হুয়ান ফেরান্দো তাঁর খেলা দেখে উচ্ছ্বসিত। সেই নামী স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে (Hector Yuste) এবার খেলবেন সবুজ-মেরুন জার্সি পরে।

তাঁর সঙ্গে চুক্তি হল মোহনবাগানের (Mohun Bagan)। গত মরশুমে সাইপ্রাসের নামী ক্লাব ওমোনিয়ার হয়ে খেলেছেন হেক্টর। তবে তাঁর চমকপ্রদ ফুটবলার জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে লা লিগার বিভিন্ন ক্লাবে খেলে। স্পেনের তিন নামী ক্লাব কার্ডিজ ফুটবল ক্লাব, মায়োরকা এবং গ্রেনাডা এফসি-তে খেলছেন সুনামের সঙ্গে। অভিজ্ঞ এই ফুটবলার লা লিগায় প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে প্রায় ২২৫টির বেশি ম্যাচ খেলেছেন। হেক্টরকে বেছে নেওয়ার অন্যতম কারণ তিনি কার্ল ম্যাকহিউয়ের মতোই সেন্ট্রাল ডিফেন্স ও ডিফেন্সিভ মিডিও হিসেবে খেলায় সমান দক্ষ। 

Advertisement

[আরও পড়ুন: আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি, গিল-ঈশানে মজে লারা]

 

বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নেওয়ার অসাধারণ দক্ষতা ছাড়াও পাসিং, উঠে গিয়ে গোল করায় দলকে সাহায্য করতে পারেন। আবার সেট পিয়ে উঁচু বলে হেড করে গোল করার ক্ষমতাও আছে তাঁর। হেক্টরের যোগদানে মোহনবাগান যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য। সবুজ-মেরুনে সই করার পর হেক্টর ইুস্তে বলেন, ”মোহনবাগান ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন। এই ক্লাবের জনপ্রিয়তা ও সদস্য-সমর্থকদের আবেগ দেশের মধ্যে সেরা। স্পেনের অনেক ফুটবলার ও কোচ এখন ভারতে খেলে সুনাম অর্জন করেছেন, সাফল্যও পাচ্ছেন। সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবো এবং ভারতের সেরা দলে খেলবো, এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ক্লাব যাতে আরও সাফল্য পায়, তার জন্য একশো ভাগ দেব।”

কোচ জুয়ান ফেরান্দো বলছেন, ”হেক্টর একজন অভিজ্ঞ ফুটবলার। স্পেনের প্রথম ডিভিশন ও আন্তর্জাতিক মঞ্চে খেলা সফল ফুটবলার। ওর খেলা আমি দেখেছি। হেক্টরের অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোহনবাগানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” 

[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে বিশ্রামের জের, আইসিসি র‌্যাঙ্কিংয়ে পতন রোহিত-বিরাটের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement