ইজরায়েলের পক্ষ নেওয়ার খেসারত দিতে হল। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু ইজরায়েলের পক্ষে মন্তব্য করায় তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয় নেতৃত্বের আর্মব্যান্ড। তিনি ডেভিড টিগার (David Teeger)। দক্ষিণ আফ্রিকায় বসছে এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেই ইভেন্ট। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন না তিনি। তবে দলে থাকছেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেব।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ”বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবে না ডেভিড টিগার। সমস্ত ক্রিকেটার, অনূর্ধ্ব ১৯ দক্ষিণ আফ্রিকা দল এবং ডেভিডের নিরাপত্তার কথা বিবেচনা করে ওকে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে। তবে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সক্রিয় সদস্য হিসেবে স্কোয়াডে থাকবে ডেভিড। ওকে এবং দলকে শুভেচ্ছা জানাই। নব নিযুক্ত অধিনায়কের নাম জানানো হবে কয়েকদিনের মধ্যে।” উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ইজরায়েলি সেনাবাহিনীর হয়ে গলা ফাটান টিগার। তাঁকে বলতে শোনা গিয়েছিল, আমাকে উঠতি তারকা হিসেবে পুরস্কৃত করা হয়েছিল। তবে ইজরায়েলের তরুণ সেনারাই আসল তারকা।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই কুশল মেন্ডিস-অ্যাঞ্জেলো ম্যাথিউজদের শ্রীলঙ্কাকে নির্বাসিত করে আইসিসি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পরিচালনায় সেই দেশের সরকার হস্তক্ষেপ করে। সেই কারণে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করা হয়েছে। নির্বাসন না উঠলে আইসিসি-র আর কোনও প্রতিযোগিতায় দেখা যাবে না শ্রীলঙ্কাকে। দ্বীপরাষ্ট্র থেকে সরে যায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup)। শ্রীলঙ্কার (Sri Lanka) পরিবর্তে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ এবার হচ্ছে দক্ষিণ আফ্রিকায় (South Africa)।
Let The Games Begin !
We are 7️⃣ days away from the start of the ICC Men’s U19 Cricket World Cup in South Africa 🇿🇦 🏆
The boys are raring to GO! Here are their 3️⃣ group stage fixtures 🗓#WozaNawe #BePartOfIt #U19WorldCup pic.twitter.com/Yj8oPkaMer
— Proteas Men (@ProteasMenCSA) January 12, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.