Advertisement
Advertisement
IND vs SA

বরুণের পাঁচ উইকেটও বৃথা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার ভারতের

৩ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা।

South Africa Beats India in 2nd T20
Published by: Kishore Ghosh
  • Posted:November 10, 2024 11:17 pm
  • Updated:November 10, 2024 11:49 pm  

ভারত: ১২৪/৬ (হার্দিক ৩৯, অক্ষর ২৭, তিলক ২০, পিটার ২০/১)
দক্ষিণ আফ্রিকা: ১২৮/৭ (স্টাবস ৪৭, হেন্ড্রিক্স ২৪, কোয়েৎজি ১৯ বরুণ ১৭/৫)

৩ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বদলা নিল প্রোটিয়ারা। ৩ উইকেটে জয়ী হল দক্ষিণ আফ্রিকা। বৃথা গেল কে কে আর তারকা বরুণ চক্রবর্তীর ৫ উইকেট প্রাপ্তি। এদিন শেষের দিকে খেলার মোড় ঘুরিয়ে দিলেন ট্রিস্টান স্টাবস এবং জেরাল্ড কোয়েৎজি। যদিও এই হারের প্রধান কারণ ভারতের ব্যাটিং ব্যর্থতা। আগে ব্যাট করে ১২৪ রানের বেশি তুলতে পারেনি সূর্য কুমার যাদবের দল। 

নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাঠে টেস্টে ভরাডুবির পর দক্ষিণ অফ্রিকায় টি-টোয়ন্টি সিরিজে প্রথম ম্যাচে অন্য ভারতকে দেখেছে ক্রিকেট বিশ্ব। সূর্যর নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ৬১ রানে হারায় মেন ইন ব্লু। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হারে ভারত। মেঘাচ্ছন্ন আকাশ দেখে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। খারাপ আবহাওয়া কাজে লাগায় তাঁর বোলাররা। পর পর উইকেটের পতন হয় ভারতের। ফর্মে থাকা সঞ্জু স্যামসন শুন্য রানে মার্কো জানসেনের বলে বোল্ড হন। অভিষেক শর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে অল্প হলেও রান পান তিলক বর্মা (২০) এবং অক্ষর প্যাটেল (২৭)। তবে শেষের দিকে হার্দিক পাণ্ডিয়ার চওড়া ব্যাটে খানিক মুখরক্ষা হয়। ৪৫ বলে ৩৯ করেন তিনি। ইনিংসে রয়েছে ১টি ছয় ও ৪টি চার। ভেজা আবহাওয়ার আনুকূল্যে এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের দক্ষতায় ২০ ওভারে ভারত পৌঁছায় ১২৪ রানে। নিয়মিত উইকেট পড়া ছাড়াও মন্থর ব্যাটিংয়ের কারণে রান বেশি ওঠেনি। এই ব্যাটিং ব্যর্থতাই কাল হল।

লক্ষ্যে পৌঁছাতে শুরু থেকেই চালিয়ে খেলে প্রোটিয়া স্কোয়াড। ২ ওভারে ১৬ রান তুলে ফেলে তারা। যদিও আর্শদীপ সিংয়ের বলে ছয় মারতে গিয়ে আউট হন রায়ান রিকেলটন (১৩)। এদিন দক্ষিণ আফ্রিকার সামনে সবচেয়ে বড় প্রতিরোধ তৈরি করেন কে কে আর স্পিনার বরুণ চক্রবর্তী। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে মার্করামকে ফেরান তিনি। খানিক বাদে দক্ষিণ আফ্রিকার ৪৪ রানের মাথায় বিপজ্জনক হয়ে ওঠা রিজা হেন্ড্রিক্সকেও (২২) প্যাভিলিয়নের রাস্তা দেখান। ১০ বলে ৭ রান করে বরুণের বলেই আউট হন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার। চমক দিতে যাঁকে নামিয়ে ছিল প্রোটিয়া ক্যাম্প। শেষ পর্যন্ত মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন দুরন্ত বরুণ। তথাপি শেষের দিকে ঠান্ডা মাথায় খেলার মোড় ঘুরিয়ে দেন ট্রিস্টান স্টাবস (৪৭) এবং জেরাল্ড কোয়েৎজি (১৯)। তাঁদের সৌজন্যেই ১৯ ওভারেই লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement