স্টাফ রিপোর্টার: জেলার খেলাধুলোর উন্নতির জন্য এবার এগিয়ে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ জানিয়ে দিলেন, খুব শীঘ্রই বাংলার জেলা ফেডারেশনকে মোটা অর্থ সাহায্য করতে এগিয়ে আসবেন৷
অনেক আগে থেকে তিনি জেলা সংস্থার সঙ্গে জড়িত৷ জেলা প্রতিনিধিদের তিনি ক্রমাগত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ তিনি আসার পরেই প্রতিটি জেলায় ক্রিকেট কোচিংয়ের জন্য ১২ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সিএবি৷ আগেই পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে৷ বাকি সাত লক্ষ যে কোনও সময় সিএবি অনুমোদিত জেলাগুলি পেয়ে যাবে৷ এই ব্যাপারটায় সৌরভ জড়িয়ে থাকলেও রয়ে গিয়েছে সিএবি-র নাম৷ কিন্তু এবার সরাসরি সাহায্য করতে চলেছেন বাংলার মহারাজ৷ জেলা ফেডারেশন কর্তাদের জানিয়ে দিয়েছেন, তিনি শীঘ্রই সংশ্লিষ্ট সংস্থার হাতে প্রায় তিরিশ লক্ষ টাকা তুলে দেবেন৷ সেই টাকা হয়তো দু’টো বা তিনটে ধাপে দেবেন৷ আসলে জেলা কর্তারা তাঁকে অনুরোধ করেছিলেন, দৈন্যদশার মধ্যে কাটানো জেলা ক্রীড়া সংস্থাগুলোকে যেন বাঁচার রসদ দেন৷ কিছু স্পনসর এনে দিলে ভাল হয়৷
তখনই সৌরভ জেলা প্রতিনিধিদের জানিয়ে দিয়েছিলেন, কোনও স্পনসর জেলার খেলাধুলোয় সাহায্য করতে এগিয়ে আসবে না৷ তবে ব্যাপারটা উপলব্ধি করতে পেরে বলেছিলেন, কিছু আর্থিক সাহায্য করবেন৷ কিছুদিন আগে জেলা কর্তাদের জানিয়ে দিয়েছেন, তিনি সাহায্য করবেন সম্পূর্ণ নিজস্ব ইমেজকে ভাঙিয়ে৷ কীভাবে? বেশ কিছু সংস্থার তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার৷ যে সব সংস্থার তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর সেইসব সংস্থা থেকে পাওয়া অর্থের কিছুটা অংশ জেলা ফেডারেশনের হাতে তুলে দেবেন৷ আগামী কয়েকদিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে তা জানিয়েও দেবেন সৌরভ৷
যদিও সিএবি-র একটা মহলের ধারণা, সামনে নির্বাচন৷ তাই জেলাগুলো নিজের অনুকূলে নেওয়ার জন্যই এমন দরাজ হয়েছেন সৌরভ৷ এদিকে, শনিবারের ওয়ার্কিং কমিটির বৈঠকে সরকারিভাবে সিএবি-র এজিএম-এর দিন ঠিক হয়ে গেল৷ ৩১ জুলাই এবারের অ্যানুয়াল জেনারেল মিটিং হবে৷ ২৩ জুলাই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন৷ যদিও ভোট হবে কি না, সে বিষয়ে এখনও কেউই তেমন মুখ খুলছেন না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.