Advertisement
Advertisement

Breaking News

চ্যারিটি ম্যাচে মারাদোনার বিরুদ্ধে মাঠে নামবেন সৌরভ

চ্যারিটি ম্যাচে তাঁর পায়ের জাদুর দেখা তো মিলবেই, সেই সঙ্গে ভারত সফরে রয়েছে আরও কিছু প্রোগ্রাম৷

Sourav Ganguly shake boot with legendary Diego Maradona in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2017 2:59 am
  • Updated:July 8, 2022 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই মাঠে ফুটবল পায়ে দাপিয়ে বেড়াচ্ছেন দুই কিংবদন্তি৷ একজন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা৷ আরেকজন টিম ইন্ডিয়ার সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এমন দৃশ্য সত্যিই কল্পনাতীত৷ কিন্তু নাহ, এ ঘটনাই এবার বাস্তবের মাটিতে ঘটতে চলেছে৷ চলতি বছরই তিলোত্তমা সাক্ষী থাকবে অভূতপূর্ব এই ম্যাচের৷

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা৷ এবার যে সেই উৎসব আরও আগে থেকে শুরু হয়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ সৌজন্যে কিংবদন্তি মারাদোনার দ্বিতীয়বার ভারত আগমন৷ সেপ্টেম্বরে একটি চ্যারিটি ম্যাচ খেলতে তিনি যে কলকাতায় আসছেন, সে খবর তো ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন৷ আগে জানা গিয়েছিল, সৌরভের দলে বাইচুং ভুটিয়ার মতো ভারতীয় তারকা খেলবেন মারাদোনার বিরুদ্ধে৷ এবার জানা গেল, শুধু ফুটবলাররাই নন, দলে থাকবেন স্বয়ং মহারাজও৷ এআইএফএফ সচিব সুব্রত দত্ত জানিয়েছেন, চ্যারিটি ম্যাচে ১১ বনাম ১১-র লড়াই হয়তো হবে না৷ তাছাড়া ফুটবলের নিয়মেও কিছু হের-ফের হতে পারে৷ দুই দলে কারা খেলবেন, সেই তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে৷

Advertisement

[নেইমারহীন ব্রাজিলকে হারাল মেসির আর্জেন্টিনা]

২০০৮ সালের ডিসেম্বরে ‘হ্যান্ড অফ গড’ ছুঁয়েছিল যুবভারতীর ঘাস৷ ফের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে এ বছর৷ প্রথমবার দেশের মাটিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসবে৷ আর তার আগেই সেই বিশ্বকাপের উষ্ণতা নিঃসন্দেহে বাড়িয়ে দেবে মারাদোনার উপস্থিতি৷ ভারতে আসতে মুখিয়ে রয়েছেন ৫৬ বছরের ফুটবল রাজপুত্র৷ তিনি বলেন, “কলকাতা আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা৷ এই শহরের সঙ্গে আমার অনেক ভাল স্মৃতি জড়িয়ে রয়েছে৷” কলকাতার ফুটবলপ্রেমীদের প্রশংসাও করেছেন মারাদোনা৷

[পাকিস্তানি মহিলার কারণেই শূন্য রানে আউট বিরাট!]

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সংবর্ধনা জানাবেন কিংবদন্তিকে৷ চ্যারিটি ম্যাচে তাঁর পায়ের জাদুর দেখা তো মিলবেই, সেই সঙ্গে ভারত সফরে রয়েছে আরও কিছু প্রোগ্রাম৷ উঠতি ফুটবলারদের প্রশিক্ষণ দেবেন মারাদানো৷ তার জন্য ওয়ার্কশপের ব্যবস্থাও করা হচ্ছে৷ শুধু তাই নয়, বেশ কয়েকটি দুর্গা পুজোর মণ্ডপের উদ্বোধনও হওয়ার কথা মারাদোনার হাতেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement