সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের বিপর্যয় ঘটেছে। রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়াঘার ওপার থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলেছেন, ক্রিকেটার হিসেবে ধার হারিযেছেন ‘হিটম্যান’। উঠে আসছে বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গও।
কোহলি যখন নেতৃত্ব ছাড়েন সেই সময়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু বিরাট যে টেস্টের নেতৃত্ব ছাড়বেন সেই ব্যাপারে তিনি বিন্দুবিসর্গ জানতেন না। কোহলির নেতৃত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এতটাই আকস্মিক ছিল যে বোর্ডও তৈরি ছিল না সেই মুহূর্তের জন্য। কোহলি সরে যাওয়ায় রোহিত শর্মাকেই ক্যাপ্টেন করা হয়। এছাড়া দ্বিতীয় কোনও উপায়ও ছিল না বিসিসিআই-এর সামনে। সৌরভ এমনটাই জানিয়েছেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে সৌরভ নীরবতা ভেঙে সেই অধ্যায় প্রসঙ্গে মুখ খুলেছেন। সৌরভ বলেছেন, ”কোহলি যে টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে এই ব্যাপারে কোনও ধারণাই ছিল না বোর্ডের। দক্ষিণ আফ্রিকা সফরের শেষে বিরাটের নেতৃত্ব ছেড়ে দেওয়াটা অপ্রত্যাশিত ছিল বোর্ডের কাছে। আমি এর কারণ বলতে পারব না। বিরাট বলতে পারবে। কোহলি সরে যাওয়ায় রোহিত শর্মাই সেরা বিকল্প ছিল সেই সময়ে।” কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে কম বিতর্ক হয়নি। উত্তাল হয়েছিল ভারতীয় ক্রিকেট।
কোহলির নেতৃত্বে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে ভালই খেলেছে। রবি শাস্ত্রী ও বিরাট কোহলি জুটি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ জিতে এসেছে। সৌরভ বলছেন, ”কোহলি ভালই নেতৃত্ব দিয়েছিল। কোহলি ও শাস্ত্রীর সময়ে ভারত ভালই করেছিল। ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সাহস দেখিয়েছে। সেই সময়ে ম্যাঞ্চেস্টারে যদি ভারত খেলত, তাহলে ইংল্যান্ডে হয়তো সিরিজও জিতত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.