Advertisement
Advertisement

শাস্ত্রীর মন্তব্যে আহত হয়েছি: সৌরভ

টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে অনিল কুম্বলেকে বেছে নিয়েছেন বিসিসিআই-এর উপচেষ্টা কমিটির তিন সদস্য শচীন তেণ্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ৷ শাস্ত্রী টিম ডিরেক্টর থাকাকালীন একাধিক সাফল্য পেয়েছেন ধোনি-কোহলিরা৷

Sourav Ganguly hits out at Ravi Shastri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 6:52 pm
  • Updated:July 8, 2022 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচ বাছাই পর্ব অনেকদিন মিটে গিয়েছে৷ কিন্তু শাস্ত্রী-সৌরভ তরজা থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ বরং যতদিন যাচ্ছে, দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মধ্যে সম্পর্কের তিক্ততা তত বেড়েই চলেছে৷ ক’দিন আগেই সৌরভ নিয়ে তোপ দেগেছিলেন রবি শাস্ত্রী৷ এবার শাস্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন দাদা৷ তিনি বলেন, শাস্ত্রীর মন্তব্যে তিনি মর্মাহত৷ বুধবার সৌরভ বলেন, “শাস্ত্রী বিষয়টাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছে৷ ওঁর আক্রমণে আঘাত পেয়েছি৷” ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের এমন মন্তব্যের পর বিষয়টি নয়া মোড় নিল৷

টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে অনিল কুম্বলেকে বেছে নিয়েছেন বিসিসিআই-এর উপচেষ্টা কমিটির তিন সদস্য শচীন তেণ্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ৷ শাস্ত্রী টিম ডিরেক্টর থাকাকালীন একাধিক সাফল্য পেয়েছেন ধোনি-কোহলিরা৷ তা সত্ত্বেও বোর্ড চুক্তির মেয়াদ বাড়ায়নি৷ আশা করেছিলেন কোচের দায়িত্বে তিনি থাকবেন৷ কিন্তু সেটা হয়নি৷ তার জেরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রবি৷ রাগের মাথায় তিনি বলেন, কোচ নির্বাচনের বৈঠকে ছিলেন না সৌরভ৷ দাদার সঙ্গে তাঁর মনোমালিন্যের কারণ জানতে চাইলে রবি বলেছিলেন, “এর আগেও আমি ওই একই কথা বলেছি৷ এবারও সেটাই বলব৷ সৌরভ সেদিন ছিল না৷ আর আমাকে কেন জিজ্ঞাসা করছেন? যান গিয়ে সৌরভকে জিজ্ঞাসা করুন যে আমার সঙ্গে ওঁর কী সমস্যা৷”

Advertisement

রবির এই ব্যক্তিগত আক্রমণই মনে লেগেছে সিএবি সভাপতির৷ শাস্ত্রীকে পাল্টা দেন সৌরভ৷ বলেন, “উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, এই ধরনের কোনও বৈঠক থাকলে আমার উপস্থিত থাকা উচিত৷ আমিও ওঁকে একটা পরামর্শ দিতে চাই৷ যখন কোচ বাছাইয়ের ইন্টারভিউ ছিল, তখন ব্যাংককে ছুটি না কাটিয়ে ওঁর সশরীরে এখানে উপস্থিত থাকা উচিত ছিল৷”

সৌরভের বক্তব্য, কোচ নির্বাচনের দায়িত্বে তো তিনি একা ছিলেন না৷ তবে কেন শাস্ত্রী শুধু তাঁকেই আক্রমণ করছেন? তিনি বলেন, “গত তিন-চার দিন ধরে সংবাদ মাধ্যমে খবরটা দেখছি৷ ওঁর মন্তব্যে সত্যিই খুব খারাপ লেগেছে৷ বিষয়টা এড়িয়েই চলছিলাম৷ গত ২০ বছর ধরে যিনি বিসিসিআই-এর কমিটিতে রয়েছেন, তাঁর থেকে এমন মন্তব্য আশা করিনি৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement