সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী রবিবার ওভালে ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। মাঠে নামার আগেই কিন্তু দু’দেশের সমর্থকদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। গোটা ইংল্যান্ডও ইতিমধ্যে তার আঁচও পেতে শুরু করে দিয়েছে। যদিও টুর্নামেন্ট শুরুর আগে কোনও ক্রিকেট বিশেষজ্ঞই সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাক দলকে একটুও নম্বর দিতে চাননি। চ্যাম্পিয়ন তো দূর, সেমিফাইনালেই যাবে না পাকিস্তান, অনেকেই এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে সেই দলই এখন চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। এমনকী গতবারের চ্যাম্পিয়ন এবং টুর্নামেন্টের অন্যতম সেরা দল বিরাটের টিম ইন্ডিয়াও যেন পাক দলকে নিয়ে অনেক বেশি সতর্ক। আর বিরাটরাই সতর্ক হবেন নাই বা কেন, এই পাকিস্তান দলই যে গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাকে হারানোর পর সেমিফাইনালে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে বিধ্বস্ত করেছে। আর তাতেই বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে গোটা পাকিস্তান দল।
তবে এই সব কিছুর মধ্যেও পাকিস্তান সমর্থকদের আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। ইংল্যান্ড বধের পরেই প্রাক্তন ভারত অধিনায়ক ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির সামনে পাকিস্তানের পতাকা নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। সম্প্রতি সামনে এসেছে সেই ভিডিও। এরপর থেকেই তাঁদের এহেন আচরণ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বর্তমানে ধারাভাষ্যের জন্য ইংল্যান্ডে রয়েছেন সৌরভ। সেই সূত্রেই ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে ধারাভাষ্যের পর গাড়ি নিয়ে স্টেডিয়াম থেকে বেরোচ্ছিলেন দাদা। তখনই তাঁর গাড়ি ঘিরে ধরে একদল পাকিস্তানি সমর্থক। গাড়ির সামনে চাপড় মারা থেকে শুরু করে পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া সব কিছুই ছিল। এর পাশাপাশি ‘পাকিস্তান, পাকিস্তান’ করে চিৎকারও করছিলেন তাঁরা। এখানেই শেষ নয়, ভিড়ের মধ্যে থেকে কোনও একজন সমর্থক বলে ওঠেন, ‘পাকিস্তান তুমহারা বাপ হ্যায়।’ যদিও গাড়ি থেকে বেরোননি সৌরভ। কিছুক্ষণ পরেই গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যান তিনি।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেকেই ঘটনাটির সমালোচনা করেছেন। প্রশ্ন উঠছে, এটা কী ধরনের সমর্থন? নিজেদের জয় পালন করতে অন্য দেশের প্রাক্তন খেলোয়াড়ের সঙ্গে এরকম আচরণ করা কতটা সঠিক? সেই প্রশ্নও উঠে আসছে। টুর্নামেন্টের শুরুতেও মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। যেখানে বিরাটবাহিনীর কাছে কার্যত উড়ে গিয়েছিলেন সরফরাজ আহমেদরা। ভারতীয় সমর্থকরা আশাবাদী ফাইনালেও একই ফলাফল হবে। কাপ উঠবে বিরাট কোহলির হাতেই। কিন্তু পাকিস্তানও পিছিয়ে নেই। কাপ জিততে মরিয়া তাঁরাও। পাশাপাশি ভারতের বিরুদ্ধে ওই ম্যাচে হারের বদলা নিতেও মুখিয়ে রয়েছে পাকিস্তান। তাই সোশ্যাল মিডিয়াতে দু’দেশের সমর্থকদের মধ্যেই উত্তেজনা এখন তুঙ্গে। আর এর মধ্যেই এই ধরনের ঘটনা আগুনে ঘি ঢালার শামিল। এখন দেখার ভারতীয় সমর্থকরা এর কী জবাব দেন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.