Advertisement
Advertisement

পায়ে থাকবে ফুটবল, সমাজের ছুঁতমার্গ ভাঙতে ময়দানে সোনাগাছির মেয়েরা

নয়া উদ্যোগকে কুর্নিশ!

Sonagachhi’s first women’s football team ‘Amra Padatik’ will start training from first week of August.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 7:39 pm
  • Updated:July 22, 2018 7:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে রাশিয়ার ময়দানে, কিন্তু আরও একটা জীবনযুদ্ধ  শুরু হচ্ছে ওদের জীবনে৷ সমাজের অবজ্ঞা, অসম্মান ঝেড়ে ফেলে, নতুন দিশা খোঁজার লড়াই৷ গায়ে লেগে থাকা বিশেষ তকমা মুছে ফেলে নিজের পরিচয় তৈরির লড়াই৷ আর এই লড়াই শুরু হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই৷ ফুটবলকে পাথেয় করে ওইদিন থেকেই জীবনে বাঁচার নয়া রসদ খুঁজতে শুরু করবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পতিতাপল্লি সোনাগাছির মেয়েরা৷ বল পায়ে মাঠে নামবে ওই এলাকার মহিলাদের প্রথম ফুটবল দল ‘আমরা পদাতিক’৷

[সৌমিত্রর পর তসলিমা, মেডিক্যাল কলেজের অনশনরত পড়ুয়াদের পাশে লেখিকা]

Advertisement

এলাকার কিশোরীদের একজোট করে এই ফুটবল টিম তৈরি করেছে সোনাগাছির মহিলাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷ এই ফুটবল দলের অন্যতম সদস্য জোয়া শেখ (নাম পরিবর্তিত) জানিয়েছে, ছোট থেকেই ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা৷বেলজিয়ামের কট্টর সমর্থক হলেও, বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই দেখেছে সে৷ প্রথমে ‘আমরা পদাতিক’ দলে খেলার বিষয়ে ইতস্তত বোধ করলেও, পরে মনের জোরে খেলতে রাজি হয়েছে নবম শ্রেণির এই ছাত্রী৷ বন্ধু জোয়ার পথেই পা বাড়িয়েছে আঁখি দাস (নাম পরিবর্তিত)৷ পর্তুগাল তারকা রোনাল্ডোর এই অন্ধভক্ত জানিয়েছে, কেবল ছেলেরাই ফুটবল খেলবে আর মেয়েরা ঘরে বসে থাকবে, সমাজের এই মিথ ভাঙতে চায় সে৷ দেখিয়ে দিতে চায় মেয়েরাও পারে!

[টেনিসে মাতৃত্বকালীন বিশ্ব ব়্যাঙ্কিং নির্দিষ্ট থাকা দরকার, বললেন সানিয়া]

এই উদ্যোগ নিয়ে বেশ আশাবাদী দেখিয়েছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি অন্যতম কর্মকর্তা সরমজিৎ জানাকে৷ তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন পতিতাপল্লির খুদেদের মাথাতেই প্রথমে আসে ফুটবল দল গড়়ার এই পরিকল্পনা৷ তবে কিছুটা উদ্বেগ ও ভয়ে বিষয়টা চেপে গিয়েছিল তারা৷ কিন্তু পরে একদিন কোনওভাবে এটি প্রকাশিত হয়৷ তারপরেই এই উদ্যোগে মেয়েদের পাশে দাঁড়ায় দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷ জানা গিয়েছে, দলে বর্তমানে আটজন কিশোরী রয়েছে৷ অাগস্ট থেকে শোভাবাজারের বি.কে পাল মাঠে জীবনের নয়া অধ্যায় শুরু করবে তারা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement