সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে রাশিয়ার ময়দানে, কিন্তু আরও একটা জীবনযুদ্ধ শুরু হচ্ছে ওদের জীবনে৷ সমাজের অবজ্ঞা, অসম্মান ঝেড়ে ফেলে, নতুন দিশা খোঁজার লড়াই৷ গায়ে লেগে থাকা বিশেষ তকমা মুছে ফেলে নিজের পরিচয় তৈরির লড়াই৷ আর এই লড়াই শুরু হচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই৷ ফুটবলকে পাথেয় করে ওইদিন থেকেই জীবনে বাঁচার নয়া রসদ খুঁজতে শুরু করবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পতিতাপল্লি সোনাগাছির মেয়েরা৷ বল পায়ে মাঠে নামবে ওই এলাকার মহিলাদের প্রথম ফুটবল দল ‘আমরা পদাতিক’৷
[সৌমিত্রর পর তসলিমা, মেডিক্যাল কলেজের অনশনরত পড়ুয়াদের পাশে লেখিকা]
এলাকার কিশোরীদের একজোট করে এই ফুটবল টিম তৈরি করেছে সোনাগাছির মহিলাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷ এই ফুটবল দলের অন্যতম সদস্য জোয়া শেখ (নাম পরিবর্তিত) জানিয়েছে, ছোট থেকেই ফুটবল তার অত্যন্ত প্রিয় খেলা৷বেলজিয়ামের কট্টর সমর্থক হলেও, বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই দেখেছে সে৷ প্রথমে ‘আমরা পদাতিক’ দলে খেলার বিষয়ে ইতস্তত বোধ করলেও, পরে মনের জোরে খেলতে রাজি হয়েছে নবম শ্রেণির এই ছাত্রী৷ বন্ধু জোয়ার পথেই পা বাড়িয়েছে আঁখি দাস (নাম পরিবর্তিত)৷ পর্তুগাল তারকা রোনাল্ডোর এই অন্ধভক্ত জানিয়েছে, কেবল ছেলেরাই ফুটবল খেলবে আর মেয়েরা ঘরে বসে থাকবে, সমাজের এই মিথ ভাঙতে চায় সে৷ দেখিয়ে দিতে চায় মেয়েরাও পারে!
[টেনিসে মাতৃত্বকালীন বিশ্ব ব়্যাঙ্কিং নির্দিষ্ট থাকা দরকার, বললেন সানিয়া]
এই উদ্যোগ নিয়ে বেশ আশাবাদী দেখিয়েছে দুর্বার মহিলা সমন্বয় কমিটি অন্যতম কর্মকর্তা সরমজিৎ জানাকে৷ তিনি জানান, বিশ্বকাপ চলাকালীন পতিতাপল্লির খুদেদের মাথাতেই প্রথমে আসে ফুটবল দল গড়়ার এই পরিকল্পনা৷ তবে কিছুটা উদ্বেগ ও ভয়ে বিষয়টা চেপে গিয়েছিল তারা৷ কিন্তু পরে একদিন কোনওভাবে এটি প্রকাশিত হয়৷ তারপরেই এই উদ্যোগে মেয়েদের পাশে দাঁড়ায় দুর্বার মহিলা সমন্বয় কমিটি৷ জানা গিয়েছে, দলে বর্তমানে আটজন কিশোরী রয়েছে৷ অাগস্ট থেকে শোভাবাজারের বি.কে পাল মাঠে জীবনের নয়া অধ্যায় শুরু করবে তারা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.