সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৯ বছরেই দেশের জার্সি তুলে রাখলেন লিও মেসি। দেশের হয়ে আর খেলতে দেখা যাবে না তাঁকে। বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের কাছে এ এক দুঃসংবাদ। তবে আশা একটাই, এখনও ক্লাব ফুটবলে দেখা যাবে তাঁর স্কিল। তবে এরই মধ্যে বহু খেতাব, বহু রেকর্ডের অধিকারী তিনি। এমনকী গিনেস বুকেও নাম আছে তাঁর। এমন অনেক ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে যা রীতিমতো চমকপ্রদ। আসুন মেসি সম্পর্কে এমনই চমক লাগানো কিছু তথ্যের দিকে নজর রাখা যাক-
- বার্সার সঙ্গে মেসির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল একটি পেপার ন্যাপকিনে। মেসির প্রতিভা দেখে চমকে গিয়েছিলেন এক বার্সা কর্তা। তখনই তাঁর সঙ্গে চুক্তি করা হয়। অগত্যা পেপার ন্যাপকিনেই সই।
- এটিই ছিল মেসির জীবনের প্রথম চুক্তিপত্র। আজ আর তাই তা খুঁজে পাওয়া যায় না।
- সকার প্লেয়ার হিসেবে মেসিই একমাত্র খেলোয়াড় যিনি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন।
- মেসির জন্মস্থান আর্জেন্টিনায়। বিপ্লবী নেতা চে-র জন্মস্থান রোজারিওতেই জন্ম তাঁর। কিন্তু মেসি দুটো দেশের নাগরিক। আর্জেন্টিনা তো বটেই, ২০০৫ সালে তিনি স্পেনেরও নাগরিকত্ব পান।
- ১৮ বছর ৩৫৭ দিনের মাথায় ফিফা বিশ্বকাপে মেসির অভিষেক হয়। এই ক্ষেত্রে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ডও মেসির দখলে।
- লা লিগায় ২০০ গোল করার ক্ষেত্রে মেসিই কনিষ্ঠ, মাত্র ২৫ বছর বয়সে এ কাজ করেন তিনি। লা লিগায় সর্বাধিক গোল করার রেকর্ডও তাঁর। মোট ৩১২টি গোল করেন তিনি।
- এক বছরে সবথেকে বেশি গোল করার জন্য গিনেস বুকেও নাম তুলেছেন মেসি। ২০১২ সালে সবথেকে বেশি ৯১টি গোল করেন তিনি।
- ২০০৮ বেজিং ওলিম্পিকে দেশের জার্সি গায়ে সোন জিতেছিলেন এলএম টেন।