সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য টি-টোয়েন্টি এশিয়া কাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ নন৷ দলের অন্যতম সেরা ভরসা ঝুলন গোস্বামীও নন৷ আইসিসি-র বিচারে ২০১৬-র বর্ষসেরা মহিলা দলে ঠাঁই পাননি এঁরা৷ বছরের সেরা একাদশে ভারতীয় মহিলা দল থেকে জায়গা করে নিয়েছেন একমাত্র একজন ক্রিকেটার৷ স্মৃতি মন্ধনা৷
গত বছর ১৪ সেপ্টেম্বর থেকে চলতি বছর ২০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি মহিলা টি-টোয়েন্টি এবং উইম্যানস চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয় সেরা ১২-কে৷ আর তাতেই স্থান পেয়েছেন মহারাষ্ট্রের বাঁ-হাতি ব্যাটসম্যান স্মৃতি৷ ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরকে দলের অধিনায়ক নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা৷ যত দিন যাচ্ছে, মহিলা দলের জনপ্রিয়তাও বাড়ছে৷ আর তাই পুরুষদের মতো প্রথমবার মহিলাদেরও সেরা দল বেছে নিল আইসিসি৷
এদিকে, প্রথমবার ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন নিউজিল্যান্ডের সুজি বেটস৷ ২০০৭ সালে ওয়ানডে-তে দুরন্ত পারফর্ম করে সেরার মুকুট মাথায় তুলেছিলেন ভারতীয় পেসার ঝুলন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.