Advertisement
Advertisement
Manchester United

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনে কী বললেন ব্রিটিশ ধনকুবের স্যর জিম র‍্যাটক্লিফ?

রেড ডেভিলসের উন্নতির জন্য এগিয়ে এলেন স্যর জিম র‍্যাটক্লিফ।

Sir Jim Ratcliffe completes deal to buy Manchester United 25% minority stake। Sangbad Pratidin

ঐতিহাসিক চুক্তির পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবের বাইরে স্যর জিম র‍্যাটক্লিফ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 25, 2023 12:37 pm
  • Updated:December 25, 2023 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ব‌্যর্থতার মধ্যেই ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কাছে কিছুটা হলেও সুখবর। বিখ‌্যাত ব্রিটিশ ধনকুবের স‌্যর জিম র‌্যাটক্লিফ (Sir Jim Ratcliffe) ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ শেয়ার কিনলেন। এবং এর জন‌্য তিনি ১.২৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছেন। চুক্তি অনুসারে, র‌্যাটক্লিফের ইনোস গ্রুপ ক্লাবের ফুটবল সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করবে। আরও জানা গিয়েছে, ভবিষ‌্যতে ওল্ড ট্র‌্যাফোর্ডে ব্রিটিশ ধনকুবের ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।

ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গ্লেজার পরিবার কিছুদিন ধরেই ক্লাবের শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছিল। অবশেষে ১৩ মাস পর এই ঘোষণা করা হয়েছে। চলতি মরশুমে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডের পারফরম‌্যান্স মোটেই ভালো নয়। ইপিএলে (English Premier League) পরাস্ত হয়েছে ওয়েস্ট হ‌্যামের কাছে। টানা ব‌্যর্থতার কারণে সমর্থকরাও ক্লাব মালিকদের বিরুদ্ধে মাঝেমাঝেই বিক্ষোভ প্রদর্শন করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ভারতের কোন শহরে বসতে পারে অলিম্পিক গেমসের আসর? অকপটে জানালেন অমিত শাহ]

 

র‌্যাটক্লিফের আগমন সম্পর্কে গ্লেজার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “ক্লাবের উন্নতির পথ আরও সুগম করতে ইনোস গ্রুপের সঙ্গে চুক্তি করা হয়েছে। আমাদের আশা, এই চুক্তির ফলে ম‌্যান ইউনাইটেডে আরও সাফল‌্য আসবে।”

ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডকে পুরনো জায়গায় দেখতে চান। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফ। তিনি বলেন, ‘আমি ম্যাঞ্চেস্টারের ঘরের ছেলে এবং আমার সঙ্গে এই ক্লাবের দীর্ঘদিনের সমর্থক। আমার দীর্ঘদিনের চেষ্টার ফল আজ আমি পেয়েছি। এর জন্য আমি খুব খুশি আপনাদের সেটা বলে বোঝাতে পারব না। এই চুক্তি পাকাপাকি হওয়ার পর আমার দায়িত্ব আরও বাড়ল। আমি সবকিছুর জন্য প্রস্তুত। এই মুহূর্তে প্রধান লক্ষ্য দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং এর পাশাপাশি ফুটবলারদের উন্নতি তো রয়েছেই।”

[আরও পড়ুন: পেলে-নেইমারের ব্রাজিলকে সাসপেন্ড করার হুমকি দিল ফিফা! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement