সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে পদক জিতে ফেরার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংর্বধনা জানানো হচ্ছে ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক ও শাটলার পি ভি সিন্ধুকে৷ রিওতে দুরন্ত পারফরম্যান্সের জন্য সম্মানিত হয়েছেন দীপা কর্মকারও৷ বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই তিন ভারতীয় নারী৷ এবার দেশকে পরিচ্ছন্ন করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তাঁরা৷
কীভাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে তিন ভারতীয় ক্রীড়াবিদের নাম অন্তর্ভূক্ত হতে চলেছে৷ পানীয় জল ও স্বচ্ছতা বিভাগের সচিব পরমেশ্বরণ আইয়ার জানান, “স্বচ্ছ ভারত মিশনে আমরা রিওতে ব্রোঞ্জজয়ী সাক্ষী, রুপোজয়ী সিন্ধু ও জিমন্যাস্ট দীপাকে যুক্ত করতে চাই৷ ক্রীড়া ক্ষেত্রে তাঁরা যেমন সাফল্য পেয়েছেন, তেমনই পরিচ্ছন্নতার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতেও সফল হবেন তাঁরা৷” স্বচ্ছতা অভিযানে এই তিন ওলিম্পিয়ানকে যুক্ত করার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে আবেদন করা হবে বলে জানান তিনি৷ তাঁর ধারণা, শহরে তো বটেই, গ্রামাঞ্চলের মানুষ দীপা, সিন্ধুদের থেকে অনেক বেশি অনুপ্রেরণা পাবেন৷
স্বচ্ছভারত অভিযানের জন্য অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, অনিল অাম্বানি-সহ মোট ২৭ জন বিশিষ্ট ব্যক্তির নাম বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এখন দেখার এই তিন ওলিম্পিয়ানকেও অভিযানে সামিল করা হবে কি না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.