Advertisement
Advertisement
Shubman Gill

কটাক্ষ হজম করা ‘প্রিন্স’ শুভমানের পাশে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, কী বললেন?

শুভমান কি আক্ষরিক অর্থে 'নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট'?

Shubman Gill is a super talent, India's next sensation for years to come, says Nasser Hussain। Sangbad Pratidin

শুভমান গিল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 30, 2023 5:33 pm
  • Updated:December 30, 2023 5:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দুই ইনিংসে ২ ও ২৬। শুভমান গিলের (Shubman Gill) আউট হওয়ার ধরন দেখে তাঁকে তীব্র কটাক্ষ করেছিলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। যদিও নাসির হুসেন (Nasser Hussain) সেটা মানতে রাজি নন। বিদেশের মাটিতে শুভমান ব্যর্থ হলেও, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের দাবি, শুভমান আক্ষরিক অর্থে ‘নেক্সট বিগ থিং ইন ইন্ডিয়ান ক্রিকেট’-এর শিরোপা ধরে রাখার ক্ষমতা রাখেন।

নাসের হুসেন বলেন, “যে যাই বলুক আমার মতে শুভমান গিল সবাইকে ছাপিয়ে যাবে। শুধু কয়েক বছরের অপেক্ষা। একটা টেস্টে খারাপ ব্যাটিং দেখে শুভমানকে বিচার করা বোকামি। ও কত বড় মাপের ক্রিকেটার, সেটা চলতি বছর শুভমানের পারফরম্যান্স দেখলেই স্পষ্ট হয়ে যাবে। ওর মতো সুপার ট্যালেন্ট ভারতীয় ক্রিকেটে খুব কম এসেছে।”

Advertisement

[আরও পড়ুন: কাঁধে চোট পেয়ে রোহিতের চাপ বাড়ালেন দলের পেসার! প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারবেন?]

চলতি বছর একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান। ২৪ বছরের ওপেনার ২৯টি একদিনের ম্যাচে করেছেন ১৫৮৪ রান। ৬৩.৩৬ গড়ের সঙ্গে স্ট্রাইক রেট ১০৫.৪৫। সর্বোচ্চ ২০৮ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৯টি অর্ধ শতরান।

শুধু তাই নয়। সব ফরম্যাট মিলিয়েও শীর্ষে রয়েছেন শুভমান। চলতি বছর আন্তর্জাতিক মঞ্চে ৪৭টি ম্যাচে করেছেন ২১২৬ রান। গড় ৪৮.৩১। সঙ্গে রয়েছে ৭টি শতরান ও ১০টি অর্ধ শতরান।

এমন পারফরম্যান্স মনে করিয়ে নাসির হুসেন ফের যোগ করেছেন, “শুভমানের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল ওকে আগলে রাখার জন্য ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকা রয়েছে। ফলে শুভমানকে আটকে রাখা সম্ভব নয়।”

বিশ্বকাপে নিজের নামের প্রতি পুরোপুরি সুবিচার করতে না পারলেও, ৯ ম্যাচে ৩৫৪ রান করেছিলেন শুভমান। ৪৪.২৫ গড় নিয়ে করেছিলেন ৪টি অর্ধ শতরান। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২ রান। তবে এর পরেও শুভমানকে নিয়ে আশাবাদী নাসের হুসেন।

[আরও পড়ুন: ‘আপনি মুখ খুললেই বিতর্ক!’, নেটিজেনের মন্তব্যের মোক্ষম জবাব গম্ভীরের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement