Advertisement
Advertisement

Breaking News

দ্বিতীয় ডোপ টেস্টে উত্তীর্ণ ইন্দরজিৎ

গত ২২ জুন ইন্দরজিতের প্রথম ডোপ পরীক্ষা করা হয়৷ যাতে পাস করতে না পারায় আসন্ন রিও ওলিম্পিকে অনিশ্চিত হয়ে পড়েন তিনি৷

Shot-Putter Inderjeet Singh Clears Second Dope Test
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 28, 2016 4:43 pm
  • Updated:July 28, 2016 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ডোপ টেস্টে ফেল করলেও দ্বিতীয়বারের পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইন্দরজিৎ সিং৷ তা সত্ত্বেও অবশ্য ভারতীয় শটপাটারের মাথা থেকে আশঙ্কার কালো মেঘ সড়ল না৷ কারণ ডোপ পরীক্ষায় পাস করলেও রিওর ছাড়পত্র এখনও পেলেন না তিনি৷

গত ২২ জুন ইন্দরজিতের প্রথম ডোপ পরীক্ষা করা হয়৷ যাতে পাস করতে না পারায় আসন্ন রিও ওলিম্পিকে অনিশ্চিত হয়ে পড়েন তিনি৷ শুধু তাই নয়, শাস্তি হিসেবে সর্বোচ্চ পাঁচ বছর নির্বাসনের মুখেও পড়তে পারেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট৷ ২৯ জুন হওয়া দ্বিতীয় ডোপ টেস্টে অবশ্য পাস করেছেন ইন্দরজিৎ৷ তবে তাতেও ছবিটা পাল্টাচ্ছে না৷ রিও যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে৷

Advertisement

প্রথম ডোপ টেস্টে ফেল করার পরই কুস্তিগির নরসিং যাদবের পথেই হেঁটেছিলেন ইন্দরজিৎ৷ অভিযোগ তুলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে৷ ইন্দরজিতের পাশে দাঁড়িয়েছেন আরেক শটপাটার হরজিত সিং৷ তিনি বলেন, “জাতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের মাধ্যমে নাডাকে অনুরোধ জানিয়েছিলাম, যাতে তারা ইন্দরজিতের ডোপ টেস্টের বিস্তারিত রিপোর্ট আমাদের দেয়৷ ২২ জুন ও ডোপ পরীক্ষায় ফেল করে৷ কিন্তু ২৭ জুনের রিপোর্ট পড়লে দেখা যাচ্ছে, লেখা রয়েছে ওর মূত্রের নমুনায় কোনও নিষিদ্ধ স্টেরয়েড পাওয়া যায়নি৷ যা মিলেছে তা হল অ্যানাবোলিক স্টেরয়েড৷” রিও শুরু হতে আর সপ্তাহ খানেক বাকি৷ ইন্দরজিতের কপালে কী রয়েছে এখন সেটাই দেখার৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement