Advertisement
Advertisement

শুটিং রেঞ্জে বিস্ফোরণ, ভারতীয় শুটারের উড়ে গেল আঙুল!

ঘটে গেল ভয়ংকর ঘটনা!

Shooter Pushpender kumar loses his left thumb after pistol's gas cylinder explotion। Sangbad Pratidin

শুটিং রেঞ্জে ভয়াবহ বিস্ফোরণ।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 5, 2023 1:43 pm
  • Updated:December 5, 2023 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং রেঞ্জে ভয়াবহ বিস্ফোরণ। এবং সেই কারণে বিমানবাহিনীর এক আধিকারিকের বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে গিয়েছে। তাঁর নাম
পুষ্পেন্দ্র কুমার। আহত জওয়ান জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু কীভাবে ঘটল এই বিস্ফোরণ?

Advertisement

১০ মিটার এয়ার পিস্তলের অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র। তিনি অনুশীলনের ফাঁকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। হঠাৎ করেই সেই সময় পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পুষ্পেন্দ্রর বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে যায়। এর পর সময় নষ্ট না করে আহত পুষ্পেন্দ্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য তাঁকে সেনাবাহিনীর হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে।

[আরও পড়ুন: প্রোটিয়া সফরের আগে ‘সোনার ছেলে’ নীরজের কাছ থেকে কোন টিপস পেলেন বুমরাহ?]

পুষ্পেন্দ্রর দুর্ঘটনার পর কর্নি সিং শুটিং রেঞ্জের অপর এক পিস্তল কোচ জানিয়েছেন, প্রতি ১০ বছরে অস্ত্র প্রস্তুতকারকের নির্দেশ অনুসারে সকল শুটারদের বন্দুকের সিলিন্ডার প্রতিস্থাপন করা গুরুত্বপূর্ণ। সেই কোচের কথায়, বিস্ফোরণের সঠিক কারণ না জানা গেলেও, এই বিষয়টা হালকাভাবে কেউ নিচ্ছে না।

[আরও পড়ুন: ‘ব্যক্তিগত আক্রমণ ভুলে দুর্নীতি দূর করব’, সাক্ষাৎকারে অকপট বিধায়ক জেজে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement