সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিল কুম্বলের পর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে বিরাট কোহলির প্রথম পছন্দ কে ছিলেন? চোখ বন্ধ করে সকল ক্রিকেটপ্রেমীই বলে দিতে পারতেন সেই নাম। রবি শাস্ত্রী। আর তাঁর পছন্দেই শেষমেশ সিলমোহর পড়েছে। আসন্ন বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীকেই কোচের আসনে বসিয়েছে বিসিসিআইয়ের উপদেষ্টা কমিটি। বিরাট-সহ বাকি ক্রিকেটারদের তুষ্ট রাখতেই কি এমন সিদ্ধান্ত? ক্রিকেটমহলে উঠেছে এমন প্রশ্নও। এমনকী সৌরভ, শচীন ও লক্ষ্মণের বেছে নেওয়া ভারতীয় দলের বোলিং কোচ জাহির খানকেও না-পসন্দ রবির। তিনি আবার দলে চাইছেন ভরত অরুণকে। ভারতীয় কোচ নির্বাচন নিয়ে লাগাতার এই নাটককে এবার কটাক্ষ করলেন লেখিকা শোভা দে। টুইটারে তাঁর একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
Says it all ! Surprise us, sometimes, guys! pic.twitter.com/i4DwKSha6e
— Shobhaa De (@DeShobhaa) July 12, 2017
বিরাটের সঙ্গে ভাল সম্পর্কের জেরেই হেডস্যার হয়েছেন রবি। এমন আলোচনা এখন ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই বিষয়টিই একটি কার্টুনের মাধ্যমে তুলে ধরেছেন শোভা দে। যেখানে দেখা যাচ্ছে, কানে ফোন দিয়ে হেঁটে চলেছেন কোহলি। আর একহাতে টাওয়েল নিয়ে অন্যহাতে কোহলির মাথায় ছাতা এগিয়ে দিতে যাচ্ছেন নেতার পছন্দের শাস্ত্রী। আর পিছনে ফ্যাকাসে হয়ে রয়েছেন বোলিং কোচ জাহির খান এবং বিদেশ সফরে দলের পরামর্শদাতা রাহুল দ্রাবিড়। ছবিতে লেখা, শাস্ত্রী কোচ, টিম ডিরেক্টর, বিরাটের বন্ধু- এসব কেউই নন। তিনি যে কী, তা এই ছবিতেই স্পষ্ট। ছবিটি পোস্ট করে লেখিকা লিখেছেন, “ছবিতেই সবকিছু স্পষ্ট। মাঝে মধ্যে আমাদের অবাক করার মতোও কোনও খবর দিন।” অর্থাৎ বিরাটকে তুষ্ট করেই যে কোচ হতে পারলেন শাস্ত্রী, ঘুরিয়ে ফিরিয়ে সে কথাই বলতে চাইলেন শোভা। ইতিমধ্যেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
গত বছর অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্সের সমালোচনা করে বিতর্কের মুখে পড়েছিলেন লেখিকা। কিন্তু কোহলি-শাস্ত্রী সম্পর্ক নিয়ে তাঁর পোস্টটিকে অধিকাংশ নেটিজেনই সমর্থন জানিয়েছেন। দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই শাস্ত্রীকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, জাহির খান প্রসঙ্গে কীভাবে তিনি উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাতে পারেন। আসন্ন শ্রীলঙ্কা সফরে কোচিংয়ের নয়া ইনিংস শুরু হবে শাস্ত্রীর। তবে তার আগে শাস্ত্রীর এন্ট্রিতে ভারতীয় শিবিরে টালমাটাল পরিস্থিতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.