সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির শরীরী ভাষা নিয়ে বিভক্ত ক্রিকেটমহল। বিরাটের আগ্রাসনকে কেউ সমর্থন করছেন। কেউ করছেন না। মাত্র কয়েকদিন আগে অভিনেতা নাসিরুদ্দিন শাহ বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বিরাটের পাশে দাঁড়ালেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। সমর্থন করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসও। টুইটারে আখতার জানান, আগ্রাসন প্রতিযোগিতামূলক ক্রিকেটের অঙ্গ। তাই বিরাটকে ছাড় দেওয়া উচিত।
অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। কিন্তু পারথে হারতে হয়েছে বিরাট ব্রিগেডকে। পারথেই বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় টিম পেইনের। অস্ট্রেলিয়ায় এর আগেও বিরাটের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তনরা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে টিমকে তাতাতে বিরাটের শরীরী ভাষা নিয়ে কোনও সমস্যা দেখছেন না অনেকেই। ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়ে শোয়েব আখতার বলেন, “আধুনিক ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্রিকেটবিশ্বে খেলার অঙ্গ আগ্রাসন। যখন প্রতিপক্ষের থেকে কিছুটা নিচে থাকে, তখন এমন আগ্রাসন আসে। কিন্তু শালীনতা রেখে করা উচিত। ওকে একটু ছাড় দেওয়া উচিত।”
@imVkohli is one of the modern greats of the game. Aggression has been a part & parcel of competitive cricket, specially when you are playing Down Under as long as it stays in limit. Please cut him some slack.
— Shoaib Akhtar (@shoaib100mph) December 20, 2018
বিরাটের মাঠে আচরণ নিয়ে নাসিরুদ্দিন শাহ বলেন, তিনি বিশ্বের সবথেকে অভদ্র ক্রিকেটার। এরপরই বিরাটের অনুরাগীরা খেপে যান। আক্রমণ করেন অভিনেতাকে। এরপরই পাশে দাঁড়ালেন শোয়েব আখতার। সমর্থন করেছেন ভিভ রিচার্ডসও। পারথ টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট। টিমের পারফরম্যান্স ভাল না হলেও একাই খেলছেন। অস্ট্রেলিয়ার মাটিতে এত ভাল পারফরম্যান্স এর আগে একমাত্র ছিল শচীন তেন্ডুলকরের। টেস্টে ২৫তম সেঞ্চুরি করে ফেললেন বিরাট। তবে এই আগ্রাসন বিতর্কে মুখ খুলেছেন বিরাটও। তিনি বলেন, খেলায় এগুলো হয়েই থাকে। কিন্তু একটা সীমারেখা থাকা উচিত। বিরাটের পাশে দাঁড়িয়েছেন মহম্মদ শামি। সমর্থন করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও।
ক্রিকেটবিশ্বে একসময় অস্ট্রেলিয়ার স্লেজিংয়ের ফাঁদে পা দিয়েছেন অনেক ক্রিকেটার। এবার অস্ট্রেলিয়ার সেই ট্র্যাডিশন ফিরিয়ে এনে অস্ট্রেলিয়াতেই ভাল পারফরম্যান্স করছেন ভারত অধিনায়ক। তাই বাহবা দিচ্ছে ক্রিকেট মহলও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.