Advertisement
Advertisement

Breaking News

Shubman Gill

প্যারিস সাঁ ক্লাবের জার্সি হাতে ছবি পোস্ট গিলের, সোশ্যাল মিডিয়ায় আবদার ঈশান কিষানের

কী আবদার করলেন ঈশান?

Shirt leke West Indies aana bro, Ishan Kishan's request for Shubman Gill । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 27, 2023 11:50 am
  • Updated:June 27, 2023 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস সাঁ জাঁ-র ঘরের মাঠে গিয়ে মেসির প্রাক্তন ক্লাবের জার্সি হাতে ছবি পোস্ট করেছিলেন শুভমন গিল (Shubman Gill)। সেই জার্সি দেখে ঈশান কিষান (Ishan Kishan) আবদার করেছেন গিলের কাছে।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দিকে এখন নজর ক্রিকেটপ্রেমীদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একমাস পরে আবার ভারতীয় দল নামছে ক্যারিবিয়ান দ্বীপুপুঞ্জে। ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। টেস্ট ও ওয়ানডে-র দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টেস্ট ফাইনালের পরে জাতীয় দলের ক্রিকেটাররা যে যাঁর মতো ছুটি কাটাতে ব্যস্ত। গিল গিয়েছেন প্যারিস সাঁ জাঁয়। সাঁ জাঁর নীল জার্সি হাতে নিয়ে রয়েছেন গিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। আর গিলের হাতে সাঁ জাঁ ক্লাবের জার্সি দেখে ঈশান কিষান সোশ্যাল মিডিয়ায় আবদার করে গিলকে বলছেন, ”শার্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজে এসো ভাই। ভুলো না যেন।”

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

এবারের আইপিএল কাঁপিয়েছেন গিল। অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনি। কিন্তু টেস্ট ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শুভমন গিল। চলতি বছর ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গিল। ১০১১ রান করেছেন তিনি। তাঁর নামের পাশে লেখা পাঁচটি সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিল কী করেন, সেদিকেই তাকিয়ে সবাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement