Advertisement
Advertisement

রান পেলেও সেঞ্চুরি হারিয়ে হতাশ ধাওয়ান

ধাওয়ানের কথায়, “ওপেন করতে নামা সব থেকে কঠিন৷ যেহেতু টাটকা উইকেটে নতুন বল খেলতে হয়৷ এক্ষেত্রে টেকনিক আর ধৈর্যের খুব প্রয়োজন৷ নতুন বলে ব্যাট করাটাই চ্যালেঞ্জ৷”

Shikhar Dhawan was upset not to get century
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 5:45 pm
  • Updated:July 22, 2016 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপেই সেরাটা বেরিয়ে আসে তাঁর থেকে৷ শিখর ধাওয়ান সম্পর্কে কথাটা চালু ক্রিকেটমহলে৷

টেস্টে ধাওয়ানের ব্যাটে হঠাৎ খরা শুরু হয়েছিল৷ এমনকী অ্যান্টিগাতে পা দিয়েও শোনা যাচ্ছিল, তাঁর বদলে কে এল রাহুলকে মুরলি বিজয়ের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে৷ বৃহস্পতিবার অ্যান্টিগায় বিরাট কোহলি টস জিতে ব্যাট নেওয়ার পর যাবতীয় আলোচনায় জল ঢেলে দিলেন দিল্লির বাঁ-হাতি৷ ২৪১ মিনিট ব্যাট করে তিনি করলেন ৮৪ রান৷ ন’টি চার, একটি ছয়৷ নিজের খেলায় ধাওয়ান খুশি৷

Advertisement

তাঁর অফ ফর্মের সময় অধিনায়ক বিরাট আর কোচ কুম্বলে ভরসা রেখেছিলেন৷ ধাওয়ান মনে করছেন এটা বিরাট ব্যাপার৷ এতে আত্মবিশ্বাস বাড়ে৷ ধাওয়ানের কথায়, “ওপেন করতে নামা সব থেকে কঠিন৷ যেহেতু টাটকা উইকেটে নতুন বল খেলতে হয়৷ এক্ষেত্রে টেকনিক আর ধৈর্যের খুব প্রয়োজন৷ নতুন বলে ব্যাট করাটাই চ্যালেঞ্জ৷”

সেঞ্চুরির এত কাছে গিয়েও সেটা মিস করে ধাওয়ান একটু হতাশ৷ তিনি বলেছেন, “খারাপ লাগছে৷ সেট হয়ে গিয়েছিলাম৷ আরও রান করতে পারতাম৷ সেঞ্চুরিটাও হয়তো হয়ে যেত৷” একেবারে শুরুতে শ্যানন গ্যাব্রিয়েলের সামনে চাপে পড়েছিলেন৷ সেই সময় তাঁকে আর পুজারাকে শর্ট বল দিয়ে পরীক্ষার সামনে ফেলেছিলেন গ্যাব্রিয়েল৷ সে সব কাটিয়ে উঠে আস্তে আস্তে রানের দিকে এগোন ধাওয়ান৷ পরে বিরাটের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপও খেলেছেন৷ দু’জনের জুটিতে ১৬৩ বলে ১০৫ রান উঠে এসেছে৷

অধিনায়ক বিরাটকে নিয়েও উচ্ছ্বসতি ধাওয়ান৷ বলেন, “বিরাট দারুণ খেলেছে৷ ও যে ফর্মে ছিল, সেটাই চালিয়ে নিয়ে যাচ্ছে৷ আশা করি ডবল সেঞ্চুরি করে ইনিংস শেষ করবে৷” তাঁর আশা, বিরাট যেভাবে খেলছেন, তাতে দ্বিতীয় দিনেও দলকে আরও রান দিয়ে যেতে পারবেন৷ তা হলে প্রথম টেস্টে ভারত চালকের আসনে থাকবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement