Advertisement
Advertisement

ইংল্যান্ড সফরে ধোনি-বিরাটের নতুন নাম দিলেন ধাওয়ান

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় ব্যাটসম্যান৷

Shikhar Dhawan gives new name to MS Dhoni, Virat Kohli
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2018 7:33 pm
  • Updated:June 25, 2018 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে বিশ্বকাপের আমেজ৷ কারও নজর টিভির পর্দায় তো কেউ আবার পৌঁছে গিয়েছেন ব্যালের দেশের ফুটবলের উৎসবের সাক্ষী থাকতে৷ কিন্তু এর মধ্যেও ছুটি নেই টিম ইন্ডিয়ার৷ বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ডে বড়সড় পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে বিরাট কোহলিদের৷ যার জন্য শনিবারই ব্রিটেন পাড়ি দিয়েছে গোটা দল৷ লড়াইটা যে কঠিন, তা ভালই জানেন ভারতীয় ক্রিকেটাররা৷ কিন্তু সাফল্যের নিরিখে টিম ইন্ডিয়াও তো কম যায় না! তাই সফরের শুরুতে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে গোটা দল৷ শিখর ধাওয়ানের একটি ভিডিওতেই তা স্পষ্ট৷

[একঘরে সাম্পাওলি, নাইজেরিয়ার বিরুদ্ধে দল বাছবেন মেসি-মাসচেরানো]

বিরাট কোহলির নেতৃত্বে ৮১ দিনের সফর কাটাবে দল৷ টেস্ট বাদ দিয়ে বাকিটা সময় দলের সঙ্গে থাকছেন মহেন্দ্র সিং ধোনিও৷ আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর টি-টোয়েন্টি ম্যাচ দিয়েই সফর শুরু৷ তাই  দলের সঙ্গে উড়ে গিয়েছেন মাহিও৷ আর দলে যখন বিরাট ও ধোনি একসঙ্গে উপস্থিত থাকেন, তখন শিবিরের মেজাজটাই অন্যরকম থাকে৷ তা সে ড্রেসিং রুম হোক কিংবা বিমানে৷ আর তাই তো খোশমেজাজে বিরাট-ধোনিকে নিয়ে গান ধরেন ধাওয়ান৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ভারতীয় ব্যাটসম্যান৷ যেখানে নিজেই গাইছেন তিনি৷ “মেরে দো অনমোল রতন, এক রাম এক লক্ষ্মণ” (আমার দুই অমূল্য রতন, একজন রাম, অন্যজন লক্ষ্মণ)৷ রাম ও লক্ষ্মণ হিসেবে এখানে আসলে বিরাট ও ধোনিকে বোঝাতে চেয়েছেন ধাওয়ান৷ তাই নাম দুটি নেওয়ার সময় বিরাট ও ধোনির দিকেই ক্যামেরা ঘুরিয়ে দিয়েছিলেন তিনি৷ ধাওয়ানের পাশাপাশি ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কোচ রবি শাস্ত্রীও৷ সঙ্গে লেখা, আমরা চললাম৷

Advertisement

[মিশরের হয়ে আর খেলবেন না সালাহ! কেন তিতিবিরক্ত তারকা?]

চলতি বছর এশিয়া কাপ এবং আগামী বছর ক্রিকেট বিশ্বকাপের আগে এই সিরিজকেই প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরছেন বিরাটরা৷ এর আগে ধোনির নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে ভারতের স্মৃতি সুখকর ছিল না৷ পাঁচ টেস্টে ১-৩ ব্যবধানে হারে ধোনিবাহিনী, গতবছর হারতে হয়েছিল বিরাটের নেতৃত্বেও৷ সেই ইতিহাস পালটাতে বদ্ধপরিকর দল৷ ২৭ ও ২৯ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত৷ এরপর ৩ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ৷ এছাড়া ইয়ন মর্গ্যানদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং পাঁচ টেস্টের সিরিজ ভারত৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement