Advertisement
Advertisement
Shaka Hislop AC Milan Real Madrid

ধারাভাষ্য দিতে দিতেই অচৈতন্য ধারাভাষ্যকার, মিলান-রিয়াল ম্যাচের আগে ভয়ের ছবি ফুটবলমাঠে

প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ হারাল এসি মিলানকে।

Shaka Hislop collapses before the friendly match of AC Milan and Real Madrid । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 24, 2023 8:36 pm
  • Updated:July 24, 2023 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংজ্ঞা হারালেন নিউক্যাসল ইউনাইটেডের (New Castle United) প্রাক্তন গোলকিপার শাকা হিসলপ (Shaka Hislop)। ত্রিনিদাদ-টোব্যাগোর প্রাক্তন গোলকিপারও তিনি।
পাসাদেনায় রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের (AC Milan vs Real Madrid) মধ্যে প্রীতি ম্যাচের আগে ধারাভাষ্য দিচ্ছিলেন শাকা হিসলপ।

ধারাভাষ্য দেওয়ার সময়ে সংঞ্জা হারান তিনি। তাঁর সহকারী ভাষ্যকার প্রথমটায় ভুঝতে পারেননি। শাকা হিসলপ বেশ হাসিমুখেই কথা বলছিলেন। কিন্তু হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। সহকারী ধারাভাষ্যকার ড্যান থমাস বলেন, ”শাকা এই মুহূর্তে ভাল আছে। ভাল খবর বলা যেতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: এমবাপেকে আকাশছোঁয়া অর্থের প্রস্তাব! ফরাসি তারকার নতুন ঠিকানা কি আল হিলাল?]

 

অসুস্থ হওয়ার পরে অবশ্য জ্ঞান ফিরে পান শাকা। খেলার আগে অসুস্থ হয়ে পড়ার জন্য তিনি দুঃখপ্রকাশও করেন বলেই খবর। শাকা হিসলপের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে ড্যান থমাসের। তিনি বলছেন, শাকা ঠিকই আছে।

প্রীতি ম্যাচ হলেও দারুণ লড়াই হয় দুই ক্লাবের। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারায় এস মিলানকে।

 

প্রথমার্ধে তোমোরি ও রোমেরোর গোলে এগিয়ে গিয়েছিল এসি মিলান। বিরতির সময়ে ২-০ গোলে এগিয়েছিল মিলান। বিরতির পরে দ্রুত পট পরিবর্তন। ফেডেরিকো ভালভারদে ৫৭ ও ৫৯ মিনিটে গোল করে সমতা ফেরান। ভিনিসিয়াস জুনিয়র ৮৪ মিনিটে ৩-২ করে রিয়ালকে জেতান।

[আরও পড়ুন: এমার্জিং এশিয়া কাপে খেলা পাকিস্তান আসলে তরুণদের দলই নয়! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement