Advertisement
Advertisement

Breaking News

এশিয়া কাপের ভারত-পাক ম্যাচে তেরঙ্গা উড়িয়েছে মেয়ে, দাবি আফ্রিদির

কেন ভারতের পতাকা ওড়াতে গেলেন আফ্রিদির মেয়ে?

Shahid Afridi's daughter was waving Indian Flag During India-Pak Match, claimed former Pakistan Cricket | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 12, 2022 6:39 pm
  • Updated:September 12, 2022 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) ব্যাট হাতে লম্বা ছক্কা হাঁকাতেন। আবার মাঠের বাইরে তিনি জন্ম দিয়েছেন বহু বিতর্কেরও। ভারতের বাঁ হাতি ওপেনার গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর ঝামেলা তো সবারই জানা। এবার শাহিদ আফ্রিদি যা বললেন, তা শুনে বিস্মিত হতে পারেন ভারতের সমর্থকরাও।

কী বলেছেন ‘বুমবুম’ আফ্রিদি? পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক বলেছেন, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে তাঁর মেয়ে ভারতের পতাকা উড়িয়েছে।  

Advertisement

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, ১৫ জনের দলে রাখা হল না মহম্মদ শামিকে]

এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে পাকিস্তান হারিয়ে দেয় ভারতীয় দলকে। মহম্মদ রিজওয়ান ৫১ বলে দুরন্ত ৭১ রানের ইনিংস খেলেন সেই ম্যাচে। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। সেই ম্যাচ প্রসঙ্গে পাকিস্তানের একটি নিউজ চ্যানেলকে আফ্রিদি বলেছেন, ”আমার পরিবার সেদিন স্টেডিয়ামে বসে খেলা দেখছিল। ওরা আমাকে ম্যাচের ভিডিও পাঠিয়েছিল। আমার স্ত্রী বলে, সেদিন মাঠে পাকিস্তান সমর্থকের সংখ্যা কম ছিল। ১০ শতাংশের মতো পাকিস্তানি সমর্থক সেদিন মাঠে উপস্থিত ছিলেন। বাকি ৯০ শতাংশই ভারতীয়। ওখানে পাকিস্তানের পতাকা পাওয়া যাচ্ছিল না। আমার মেয়ে বাধ্য হয়ে ভারতের পতাকা ওড়াতে থাকে। সেই ভিডিও রয়েছে আমার কাছে। তবে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করা উচিত কিনা সেই ভেবেই আমি তা পোস্ট করিনি।”

এশিয়া কাপের সুপার ফোর থেকেই বিদায় নেয় ভারতীয় দল। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ফাইনালে অবশ্য শ্রীলঙ্কা মাটি ধরায় পাকিস্তানকে। কিন্তু পাকিস্তানের কাছে ভারত হারার পর শাহিদ আফ্রিদি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, “অসাধারণ জয়। রিজওয়ান, নওয়াজ ম্যাচে দারুণ অবদান রেখেছে। শেষটা ভাল করেছে আসিফ। ভারত ও পাকিস্তানের মধ্যে আরও একটা সেরা ম্যাচ দেখতে পেলাম। গ্রেটেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড।”  

[আরও পড়ুন: এশিয়া কাপে পাকিস্তানের হারের পরেই ক্ষুব্ধ রামিজ, কেড়ে নিলেন ভারতীয় সাংবাদিকের মোবাইল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement