Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে নাইটদের নয়া অ্যান্থেম, ব্রাভোর গানে ঠুমকা শাহরুখের

দেখুন ভিডিও।

Shah Rukh Khan, Dwayne Bravo launch new song for TKR
Published by: Suparna Majumder
  • Posted:August 11, 2018 5:01 pm
  • Updated:August 11, 2018 5:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় তাঁকে পরিচিতি দিয়েছে। বলিউডের বাদশার সিংহাসন দিয়েছে। কিন্তু খেলাধূলা তাঁর বরাবরের দুর্বলতা। স্কুলে নিয়মিত হকি-ফুটবল খেলতেন। পেয়েছিলেন সোর্ড অফ অনার। ভাগ্যই তাঁকে নিয়ে এসেছিল মঞ্চে। তারপর টেলিভিশন। সেই সূত্রেই সিনেমা। আর সারা বিশ্বের খ্যাতি। তবে খেলার প্রতি শাহরুখ খানের প্রেম থেকেই গিয়েছে। সেই ভালবাসাতেই কিনেছিলেন কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুবার চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল। সাম্প্রতিক আইপিএল-এ তেমন একটা ভাল ফল করেনি। কিন্তু শাহরুখের স্পিরিটে কোনও কমতি নেই। তাই তো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেরও অঙ্গ হয়েছেন বলিউডের বাদশা। সেখানে ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক তিনি। টিমের ক্যাপ্টেন ডোয়েন ব্রাভো। ভারতে চেন্নাই সুপার কিংসের হয়ে খেললেও শাহরুখের সঙ্গে বেশ ভালই সম্পর্ক ব্রাভোর। তবে কেবল সেই জন্য নয় অলরাউন্ডার ব্রাভোর প্রতিভার জন্যই তাঁকে ক্যাপ্টেন হিসেবে বেছেছেন শাহরুখ।

[গোরক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য, নেটদুনিয়ায় সমালোচিত কঙ্গনা]

Advertisement

তবে এর পাশাপাশি একটি বাড়তি পাওনা রয়েছে। ডিজে ব্রাভো। যার সুরের পরিচয় ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন ভারতীয় শ্রোতা। সেই সুরকেই এবার কাজে লাগালেন কেকেআর ও টিকেআর মালিক। নিজের টিমের অ্যান্থেম গাওয়ালেন ক্যাপ্টেনকে দিয়েই। ‘বোল দেম আউট’- গানের তালে কোমর দোলালেন কিং খানও। নিজের এই গানের জন্য বাদশাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ব্রাভো। গান প্রকাশ্যে এনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখও।

 

[পাক স্বাধীনতা দিবসের প্যারেডে ভারতীয় গান গেয়ে সমালোচিত আতিফ আসলাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement