Advertisement
Advertisement

Breaking News

আসন্ন একদিনের সিরিজ নিয়ে মুখ খুললেন বিসিসিআই সিইও

শিরকের ফোন পেয়ে জাইলস নিজেই ই-মেল করে বিষয়টি জানতে চেয়েছেন বোর্ডের কাছে৷ তারপরই ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় জোহরিকে৷

Series will take place, BCCI assures England
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 12, 2017 6:04 pm
  • Updated:January 12, 2017 6:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপসারিত বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ ছিলই আদালতে ভুল তথ্য পেশ করার৷ এবার অপসারিত সচিব অজয় শিরকের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠল৷ তিনি নাকি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ফোন করে আসন্ন একদিনের সিরিজ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন৷

(সৌরভকে অপমানের জের, রবি শাস্ত্রীকে তুলোধোনা আজহারের)

আইন বাঁচিয়ে করা ফোন৷ কিন্তু তাতে ইংল্যান্ড বোর্ডের কর্তা জাইলস ক্লার্ককে বলা হয়েছিল, এখন আর বোর্ড সচিবের পদে শিরকে নেই৷ সুতরাং, আসন্ন সিরিজের হোটেল বিল থেকে শুরু করে যাবতীয় খরচাপাতি বা অন্যান্য বিষয়গুলির দায়ও তাঁর নয়৷ অর্থাৎ সিরিজ চালু থাকার ব্যাপারটা যেন আগাম নিশ্চিত করে নেওয়া হয়৷ বিষয়টা সামনে আসার পর তড়িঘড়ি বোর্ডের দৈনিক কাজকর্ম এখন যিনি দেখভাল করছেন, সেই বোর্ড সিইও রাহুল জোহরি জাইলসকে নিশ্চিত করেছেন যে, সিরিজ নিয়ে কোনও সমস্যা হবে না৷ আগে যেমন ছিল, তেমন সূচি মেনেই সব হবে৷ জানা গিয়েছে, শিরকের ফোন পেয়ে জাইলস নিজেই ই-মেল করে বিষয়টি জানতে চেয়েছেন বোর্ডের কাছে৷ তারপরই ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় জোহরিকে৷

Advertisement

(গ্রেপ্তারির মুখে কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আক্রম)

যদিও কোথাও ক্লার্ক বলেননি যে, শিরকে আসন্ন সিরিজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ কিন্তু, তাঁর উদ্বেগেই এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, সিরিজ আদৌ চলবে কিনা সেই নিয়ে কথা হয়েছে৷ লোধা কমিটির প্রস্তাব মেনে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তার জেরে সরতে হয়েছিল শিরকেকে৷ তারপরই কেন ফোন? সব মিলিয়ে আরও সমস্যায় জড়াতে চলেছেন শিরকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement