Advertisement
Advertisement

দয়া করে একটু প্রাইভেসি দিন, ম্যাকেনরোকে কটাক্ষ সেরেনার

প্রসঙ্গত, ছেলেদের সঙ্গে মেয়েদের যে তুলনা করেছেন ম্যাকেনরো, সেখানে কিন্তু এগিয়ে মেয়েরাই।

Serena Williams slams McEnroe over controversial remark
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2017 3:46 pm
  • Updated:June 27, 2017 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের এক বইয়ের উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে সেরেনা উইলিয়ামসকে কটাক্ষ করে ভরিয়ে দিয়েছিলেন জন ম্যাকেনরো। হাতে গুনলে হয়তো ২৪ ঘণ্টাও হয়নি। তার উত্তর এমনভাবে পেতে হবে সেটা হয়তো আশাও করতে পারেননি এই কিংবদন্তি টেনিস খেলোয়াড়। সেরেনা উইলিয়ামস বলে দিলেন, ম্যাকেনরোর উচিত তাঁকে সম্মান করা।

[৭৮তম জন্মদিনে শহরে আরডি বর্মন ফিল্ম ফেস্টিভ্যাল]

এর আগে সেরেনার উদ্দেশে জন ম্যাকেনরো বলেছিলেন, হতে পারে সেরেনা উইলিয়ামস মেয়েদের টেনিসে সর্বকালের সেরা। কিন্তু ছেলেদের সঙ্গে খেললে, তাঁর র‌্যাঙ্কিং ৭০০ হত। সেখানে ছবিটা সম্পূর্ণ অন্যরকম হত। এমন সব কথা বলে এমনিতেই সেরেনার মেজাজ বিগড়ে দিয়েছিলেন ম্যাকনেরো। তার পরেই অবশ্য টুইটারে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়, এর জবাব কী দিলেন সেরেনা। সোমবার গভীর রাত পর্যন্ত তিনি শান্ত থাকলেন। মঙ্গলবার রীতিমতো ধুয়ে দিলেন ম্যাকনরোকে। ম্যাকেনরোর কথায়, “ও যে মেয়েদের টেনিসে সেরা, সেটা নিয়ে কোনও প্রশ্নই নেই। তবে পরিস্থিতি যদি এমন হতো, যে ওকে ছেলেদের সার্কিটে খেলতে হত, তাহলে ছবিটা সম্পূর্ণ অন্যরকম হতো। হয়তো সেক্ষেত্রে সেরেনার র‌্যাঙ্কিং হতো ৭০০।” ফিট থাকলে হয়তো চ্যালেঞ্জটা নিয়েই ফেলতেন সেরেনা। কিন্তু তিনি দীর্ঘদিন কোটের্র বাইরে। কারণ সন্তান সম্ভবা। সেই কারণ ম্যাকেনরোকে জবাব দিতে নিজের টুইটার হ্যান্ডেলই বেছে নিলেন তিনি।

Advertisement

[বোর্ডের নতুন কমিটি, রাজীব শুক্লার সঙ্গে রয়েছেন সৌরভও]

পরপর দু’টি টুইট করলেন সেরেনা। প্রথম টুইটে তিনি লিখলেন, “জন ম্যাকেনরো, আমি আপনাকে সম্মান করি। কিন্তু নিজে থেকে কেউ এমন অপমানজনক কথা বললে সম্মান ধরে রাখা কঠিন। আশা করি ভবিষ্যতে এমন মন্তব্য আপনি আর করবেন না। আর যদিও বা করেন, তাহলে তার থেকে আমাকে দূরে সরিয়ে রাখলেই ভাল হবে।” এরপরই তাঁর দ্বিতীয় টুইট, “তুমি বলছ, আমি ছেলেদের সার্কিটে খেললে র‌্যাঙ্ক ৭০০-এ পৌঁছে যেত। বিশ্বাস করুন, আমার ওই র‌্যাঙ্কে পৌঁছনো তো দূরে থাক, এখনও পর্যন্ত ওই র‌্যাঙ্কের কোনও খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচই খেলতে হয়নি এবং নিজেকে যতটুকু চিনি, জানি তাতে আমার দৃঢ় বিশ্বাস, কখনও ওই র‌্যাঙ্কে পৌঁছব তো নয়ই, ওই র‌্যাঙ্কের কারও সঙ্গে খেলতেও হবে না।” এখানেই শেষ নয়। “আমি এখন সন্তানসম্ভবা। দয়া করে যদি একটু প্রাইভেসি দেন তাহলে ভাল হয়। ভাল থাকবেন।” যোগ করেন সেরেনা।

Serena2

[সেন্সরকে বুড়ো আঙুল দেখাল ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র এই ট্রেলার]

প্রসঙ্গত ছেলেদের সঙ্গে মেয়েদের যে তুলনা করেছেন ম্যাকেনরো, সেখানে কিন্তু এগিয়ে মেয়েরাই। সৌজন্যে অবশ্যই সেরেনা উইলিয়ামস। ২০১৫-তে বয়স্কতম মহিলা হিসাবে উইম্বলডন জিতেছেন এই তারকা মহিলা টেনিস তারকা। তাঁর সাফল্যের ঝুড়িতে রয়েছে সিঙ্গলসে সর্বোচ্চ ২৩টি গ্র‌্যান্ডস্লাম শিরোপা। সঙ্গে ডাবলসে প্রায় ১৪টি খেতাব। তাঁর সঙ্গে তুলনা টানলে পিছিয়ে ছেলেরাই। রজার ফেডেরারের গ্র‌্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা ১৮ এবং তিনি ডাবলসে কিছুই জিততে পারেননি।

[গর্ভবতী মহিলাকে আদরের পরশ খাঁচায় বন্দি বাঘের, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement