Advertisement
Advertisement

কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ড স্লাম জিতে ইতিহাস সেরেনার

শনিবার অস্ট্রেলিয়া ওপেনে দিদিকে হারিয়ে কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন বর্তমান বিশ্বের টেনিস কুইন৷

Serena Williams beat Venus to earn a record 23rd Grand Slam singles
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2017 11:58 am
  • Updated:July 13, 2018 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য ছিল স্পষ্ট৷ সেই সঙ্গে আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে৷ আর এই দুইয়ের মেলবন্ধনেই লক্ষ্যপূরণ হল৷ ওপেন এরার টেনিস ইতিহাসে লেখা হল এক নয়া অধ্যায়৷ যেখানে সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালকিনের নামের পাশে জ্বলজ্বল করছে সেরেনা উইলিয়ামসের নাম৷ শনিবার অস্ট্রেলিয়া ওপেনে দিদিকে হারিয়ে কেরিয়ারের ২৩ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিতলেন বিশ্বের বর্তমান টেনিস কুইন৷

(ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি)

১৯৯৮ সালে মেলবোর্ন পার্কের কোর্টে দুই বোনের লড়াই দেখেছিল বিশ্ব৷ সেবার বোনকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছিলেন ১৭ বছরের ভেনাস৷ সেই ঘটনার প্রায় ২০ বছর পেরিয়ে গিয়েছে৷ আজ দুই তারকাই পরিণত৷ আর সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে তাঁদের প্রতিদ্বন্দ্বিতাও৷ বছর কুড়ি পর এদিন মহিলা সিঙ্গলসের ফাইনালে ফের একটা ইতিহাস রচিত হল৷ তবে এবার দিদিকে মাটি ধরিয়ে সেই ইতিহাসে সেরার মুকুট মাথায় তুললেন সেরেনা৷ আর এরই সঙ্গে কিংবদন্তি স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ডকে পিছনে ফেলে দিলেন মার্কিন তারকা৷ তাঁর সামনে এখন শুধুমাত্র সর্বকালের সেরা মহিলা টেনিস তারকা মার্গারেট কোর্ট৷ যিনি ওপেন ও পেশাদার এরা মিলিয়ে মোট ২৪টি মেজর খেতাব ঝুলিতে ভরেছিলেন৷

Advertisement

(অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে সানিয়া)

ভেনাসকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে এদিন রড লেভার এরিনার কোর্টে নেমেছিলেন সেরেনা৷ ১ ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে বিশ্বের ১৩ নম্বর ভেনাসকে ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে উড়িয়ে দেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সেরেনা৷ সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হতেই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান তিনি৷ উচ্ছ্বসিত সেরেনা বলছেন, “বিশ্বাসই করতে পারছি না, আমি ফের এক নম্বরে৷ আগে ট্রফির নম্বর নিয়ে ভাবতাম না৷ শুধু নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য ছিল৷ এখন এটা নিয়ে কথা বলতেই পারি৷ ২৩, ২৪, ২৫… কোনও কিছুই যথেষ্ট নয়৷” নিজের কৃতিত্ব দিদির সঙ্গেই ভাগ করে নিলেন সেরেনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement