সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরেই নির্বাচকদের নির্বাচন নিয়ে নানা বিতর্ক-সমালোচনা হচ্ছে বাংলার ক্রিকেটে। কখনও সম্বরণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন, কখনও রাজু মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আর সেই ট্র্যাডিশনই সমানে চলছে। সোমবার নির্বাচন কমিটিতে একগুচ্ছ বদল আনে সিএবি। সেখানেই মদন ঘোষকে জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান পদের জন্য বাছা হয়। আর তাতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সিএবি জানাচ্ছে, অনেক আগেই আগের কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সামনেই নতুন মরশুম। সেই কারণেই নতুন কমিটি গড়ার সিদ্ধান্ত। সোমবারই ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত হয়ে গেল নয়া কমিটি। তবে প্রথা অনুযায়ী, সংস্থার নির্বাচনের পরে প্রথম ওয়ার্কিং কমিটিতে নির্বাচকদের কমিটি বাছা হয়। গত কমিটিরও মেয়াদও শেষ হয়ে গিয়েছে। কিন্তু পদগুলির কোনও পরিবর্তন হয়নি। নির্বাচনের পরে সিএবি-তে নতুন পদাধিকারীরা এসে যদি ফের নির্বাচক কমিটি গড়তে চান, তখন কী হবে?
সিনিয়র নির্বাচক কমিটিতে আছেন পলাশ নন্দী (চেয়ারম্যান), কল্যাণ চৌধুরী, মিন্টু দাস ও সাগরময় সেনশর্মা। আর জুনিয়র নির্বাচক কমিটিতে আনা হয়েছে মদন ঘোষ (চেয়ারম্যান), মলয় বন্দ্যোপাধ্যায়, ইন্দুভূষণ রায় ও অভীক মিত্র-কে। প্রশ্ন উঠেছে জুনিয়র নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যানকে নিয়ে। তিনি সিনিয়র নির্বাচক কমিটিতেই ছিলেন। তারপরই সোজাসুজি জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে বসিয়ে দেওয়া হল। সিনিয়র কমিটিতে থাকা কাউকে এভাবে রাতারাতি জুনিয়র নির্বাচক কমিটিতে আনাটা সচরাচর দেখা যায় না। তবে বিতর্ক শুরু হয়েছে আরও একটি বিশেষ কারণে। সিএবি অনুমোদিত একটি ক্লাবের প্রতিনিধি হিসেবে মদন ঘোষ সিএবি-র কয়েকটি সভায় যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। সেই ক্লাবেরই কোচিং ক্যাম্পের সঙ্গে তিনি যুক্ত তিনি। জুনিয়র নির্বাচকের কাজ তরুণ প্রতিভা বাছাই করা। কিন্তু কোচিং ক্যাম্পের সঙ্গে তিনি যুক্ত থাকলে স্বজনপোষণের সম্ভাবনা থেকেই যায়। এক্ষেত্রে স্বার্থ সংঘাতের প্রশ্নও উঠছে।
এদিকে সুপ্রিম কোর্টের রায় না বেরনো পর্যন্ত কোনও কমিটিতে বদল হবে না বলেই জানানো হয়েছিল। তা সত্ত্বেও নির্বাচক কমিটি পালটে ফেলা হল। তড়িঘড়ি কেন এমন সিদ্ধান্ত? এ প্রশ্নের উত্তরে সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘‘নির্বাচকদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বদল করা হল। এখানে আর কোনও কারণ নেই।” সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নির্বাচক কমিটিতে বদল নিয়ে কোনও মন্তব্য করেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.