Advertisement
Advertisement
East Bengal Car;es Cuadrat

‘সেমিফাইনাল কঠিন হবে’, নর্থ-ইস্ট ম্যাচের আগে বলছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ইস্টবেঙ্গল।

Semi Final of Durand Cup is going to be tough, says East Bengal coach Carles Cuadrat । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:August 28, 2023 4:18 pm
  • Updated:August 28, 2023 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার বছর পরে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেডের সামনে নর্থ-ইস্ট ইউনাইটেড। সেমিফাইনালের আগে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) সতর্ক। তিনি সমীহ করছেন প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে।

কুয়াদ্রাতের কোচিংয়ে বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। এই লাল-হলুদ শিবির খেলা শেষ না হওয়ার আগে পর্যন্ত লড়ে যায়। হারার আগে হার মানে না। বাংলাদেশ আর্মি দলের বিরুদ্ধে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করে ইস্টবেঙ্গল। কিন্তু ডার্বি ম্যাচে জয় এবং তার পরে পাঞ্জাব ও গোকুলামকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ইস্টবেঙ্গল। 

Advertisement

আরও পড়ুন: ‘জাতীয় পতাকায় স্বাক্ষর করতে পারব না’, নীরজের দেশভক্তি মন জিতল নেটিজেনদের

কুয়াদ্রাত বলছেন, ”কোয়ার্টার ফাইনালে গোকুলামকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে হারানোর পরে আমরা সেমিফাইনালে পৌঁছেছি। আমাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত। ওদের দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। যার ফলে দলটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের জন্য ম্যাচটা বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছি।”

এবার ডুরান্ড কাপে ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকারে যাবে ম্যাচ। সেই কারণেই নর্থ ইস্টের মুখোমুখি হওয়ার আগে পেনাল্টি অনুশীলন করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। মঙ্গলবার নতুন এক লড়াই। কুয়াদ্রাত ম্যাজিকের অপেক্ষায় ইস্টবেঙ্গল ভক্তরা। 

[আরও পড়ুন: সোনা জেতার পর ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ আর্শাদকে কাছে ডেকে মন জিতলেন নীরজ, দেখুন ভাইরাল ভিডিও]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement