Advertisement
Advertisement

বাজারে আসছে ‘বিরাট’ ২০০ টাকার নোট!

কীরকম দেখতে হবে সেই নোটটি?

Sehwag want rs. 200 note with Virat Kohli'r picture in it
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 11, 2016 2:53 pm
  • Updated:December 11, 2016 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, মুম্বইয়ে সুপার সানডেতে অধিনায়ক হিসেবেও নজির গড়েছেন বিরাট কোহলি৷ দেশের প্রথম নেতা হিসেবে তিনটি ডবল সেঞ্চুরি করার রেকর্ড এখন তাঁর ঝুলিতে৷ এক ক্যালেন্ডার বছরে তিন-তিনটে দ্বিশতরান৷ এত আর মুখের কথা নয়! তাই ক্যাপ্টেন কোহলির এই বিরাট সাফল্যের সেলিব্রেশনও স্পেশাল হওয়া উচিত৷ তাঁর ভক্তরা অন্তত তেমনটাই চান৷ কেমন হওয়া উচিত সেই সেলিব্রেশন? বীরেন্দ্র শেহবাগের প্যারডি অ্যাটাউন্টে মিলল তার উত্তর৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের নিজস্ব টুইটার অ্যাকাউন্টের মতো তাঁর প্যারডি অ্যাকাউন্টও দারুণ জনপ্রিয়৷ শেহবাগের মুখ থেকে তাঁর ভক্তরা যা যা শুনতে চান, সবই মেলে এখানে৷ সেই অ্যাকাউন্টই অভিনবভাবে কোহলিকে সম্মান জানিয়েছে৷ ‘বীরেন্দর শেহবাগ’ টুইট করেছেন, বাজারে এবার দু’শো টাকার নোট আনার প্রস্তাব দেওয়া হল৷ কীরকম দেখতে হবে সেই নোটটি? রয়েছে তার ছবিও৷ অনেকটা নতুন ২০০০ টাকার মতো৷ রঙ নীল৷ এবং অবশ্যই নোটে থাকবে বিরাটের ছবি৷ এভাবেই বিরাটের কৃতিত্বের প্রশংসা করেছে শেহবাগের এই প্যারডি অ্যাকাউন্ট৷ যদিও এ বিষয়ে শেহবাগ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি৷ তবে তিনি নিজেও টুইট করে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন৷ ভারতীয় দলের এককালের দাপুটে ওপেনার লিখেছেন, “দেশলাই তো বদনাম হয়ে গেল৷ কারণ এখন তো বিরাটই আগুন জ্বালিয়ে দিচ্ছে!”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement