Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan Day

এবার মোহনবাগান দিবস দু’দিনের, ঘোষিত হল সূচি

জেনে নিন পূর্ণাঙ্গ সূচি।

Schedule of Mohun Bagan Day published । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:July 17, 2023 6:47 pm
  • Updated:July 17, 2023 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দু’দিন ধরে পালিত হবে ‘মোহনবাগান দিবস’ (Mohun Bagan Day)। ২৯ এবং ৩০ জুলাইয়ের সূচি জানাল মোহনবাগান। ২৯ জুলাই বেলা দেড়টা থেকে শুরু হবে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ফুটবল ম্যাচ। দুপুর সাড়ে তিনটেয় সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ আত্মপ্রকাশ করবে।

পরের দিন অর্থাৎ ৩০ জুলাই বিকেল ৫টা থেকে ৬-১৫ মিনিট পর্যন্ত সঙ্গীত পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র। সন্ধ্যা ৬-৩০ থেকে ৭-৪৫ পর্যন্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। রাত আটটা থেকে সঙ্গীত পরিবেশন করবেন বাবুল সুপ্রিয়।
সবুজ-মেরুনের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ এবার পাবেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। ‘জীবনকৃতি সম্মান’ পাবেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার শংকর বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলার হিসাবে ‘শিবদাস ভাদুড়ি পুরস্কার’ দেওয়া হবে গোলকিপার বিশাল কাইথকে। দিমিত্রি পেত্রাতোস বর্ষসেরা ফরোয়ার্ড হিসাবে পাবেন ‘সুভাষ ভৌমিক পুরস্কার’।

Advertisement

[আরও পড়ুন: ভারতীয় ক্লাব ফুটবলের সর্ববৃহৎ 3D টিফো বানিয়ে চমক মোহনবাগান ভক্তদের, ভাইরাল ছবি]

 

 

বর্ষসেরা ক্রিকেটার (অরুণলাল পুরস্কার) নির্বাচিত হয়েছেন অর্ণব নন্দী। অ্যাথলেটিক্সে বর্ষসেরা হওয়া মোহর মুখোপাধ্যায় পাবেন ‘প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার’। যুব বিভাগে বছরের সেরা ফুটবলার ইংসন সিং। কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনেই সবুজ-মেরুনকে লিগ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর নীতিশ নুপানে মনোনীত হয়েছেন হকির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসাবে। তিনি পাবেন হকি কিংবদন্তি কেশব দত্তের নামাঙ্কিত পুরস্কার। এছাড়া বর্ষসেরা ক্রীড়া কর্তা হিসাবে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ দেওয়া হবে ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্যকে। বর্ষসেরা সাংবাদিক (মতি নন্দী পুরস্কার) জয়ন্ত চক্রবর্তীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। প্রয়াত সমর্থক উমাকান্ত পালোধির নামাঙ্কিত সেরা সমর্থকের পুরস্কার প্রথম বছর পাবেন শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়।

[আরও পড়ুন: ভুলে যাওয়া কবিতার দলে নাম লেখালেন জকোভিচ?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement