Advertisement
Advertisement

বিজ্ঞাপনে বিষ্ণুর সাজ, মামলা থেকে রেহাই ধোনির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনে বিষ্ণুর বেশে এসে পড়েছিলেন বিপাকে৷ অবশেষে ফৌজদারি মামলা থেকে রেহাই মিলল মহেন্দ্র সিং ধোনির৷ সোমবার সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিল৷আরও পড়ুন:স্টুয়ার্টের পর চোটের কবলে পেত্রাতোস, পাঞ্জাব ম্যাচের আগে চিন্তায় মোহনবাগানখেলরত্নের জন্য মনোনয়নই পেলেন না মনু ভাকের! কিন্তু কেন? তুঙ্গে বিতর্ক Advertisement একটি ম্যাগাজিনের প্রচ্ছদে বিষ্ণুবেশে দেখা […]

SC quashes case against Dhoni for portraying as God
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 5, 2016 6:25 pm
  • Updated:September 5, 2016 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনে বিষ্ণুর বেশে এসে পড়েছিলেন বিপাকে৷ অবশেষে ফৌজদারি মামলা থেকে রেহাই মিলল মহেন্দ্র সিং ধোনির৷ সোমবার সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিল৷

একটি ম্যাগাজিনের প্রচ্ছদে বিষ্ণুবেশে দেখা গিয়েছিল ধোনিকে৷ ছবিতে তাঁর বিভিন্ন হাতে ছিল নানা সামগ্রী, এমনকী জুতোও৷ ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার জন্য ভারত অধিনায়কের বিরুদ্ধে কর্নাটকের আদালতে মামলা রুজু হয়েছিল৷ অভিযোগ এনেছিলেন এক সমাজকর্মী৷ কিন্তু এদিন সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দিল৷ ধোনির বিরুদ্ধে কর্নাটক হাই কোর্টের বিচার প্র্ক্রিয়ার উপরও সমাপ্তি টেনে দিল সর্বোচ্চ আদালত৷ বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন এক বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানাল, নিম্ন আদালতের কাজে আমরা হস্তক্ষেপ করছি৷ অভিযুক্তর বিরুদ্ধে সমন জারি-সহ সমস্ত প্রক্রিয়া খারিজ করে দেওয়া হচ্ছে৷ অভিযোগ খতিয়ে দেখেই এই নির্দেশ দেওয়া হচ্ছে৷ ফলে টানা একবছর ধরে চলতে থাকা এই অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেলেন ধোনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement