সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিং বিশ্বকাপে ভারতের সোনালি দৌড় অব্যাহত। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলা তথা দেশের গৌরব সৌরভ চৌধুরি। এটাই তাঁর কেরিয়ারের প্রথম সিনিয়র লেভেল ইভেন্টে স্বর্ণপ্রাপ্তি। আগে জুনিয়র ক্যাটাগরিতেও বিশ্বরেকর্ড ঝুলিতে রয়েছে সৌরভের। এবার সিনিয়র ক্যাটেগরিতেও রেকর্ড গড়লেন তিনি। অসামান্য পারফরম্যান্সের দৌলতে ২০২০ সালের টোকিও অলিম্পিকের টিকিটিও জুটিয়ে ফেললেন বাংলার শুটার।
রবিবার দিল্লির কর্ণি সিং শুটিং রেঞ্জে আগুন ঝরালেন সৌরভ। এর আগে যুব অলিম্পিকে সোনা জিতেছেন সৌরভ। এদিন আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ১০ মিটার পিস্তল ইভেন্টে নিকটতম প্রতিদ্বন্দ্বী সার্বিয়ার দামির মিকেচকে হারিয়ে সোনা জেতেন ভারতীয় শুটার। ফাইনাল শটের আগেই এদিন সোনা নিশ্চিত করে ফেলেন সৌরভ। ফাইনলা শটে তিনি বিশ্বরেকর্ড নিশ্চিত করেন। সার্বিয়ার শুটার রুপোতেই সন্তুষ্ট থাকেন। চিনের শুটার ওয়েই পাং ব্রোঞ্জ পদক পান।
প্রসঙ্গত, শনিবারই নয়াদিল্লিতে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ শুটিংয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের মহিলা শুটার অপূর্বী চাণ্ডিলা। শনিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সেরা হন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.